২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত
দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে নিহত ৮, আহত ২৪
-
দিল্লি বিস্ফোরণস্থল
দিল্লির লালকেল্লার কাছে আজ সন্ধ্যায় একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে ৮ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। ঘটনাস্থলে থাকা ২২টি গাড়িতে আগুন ধরে যায় এবং সেগুলো ক্ষতিগ্রস্ত হয়।
দিল্লি পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, “এটি ছিল একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। আহতদের লোক নায়ক জয়প্রকাশ হাসপাতাল (এলএনজেপি)-তে ভর্তি করা হয়েছে, যেখানে মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে।
প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলের চারপাশে বিশাল ভিড়, একাধিক গাড়িতে আগুন, একটি ভ্যানের দরজা উড়ে গেছে, সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাড়ি, ভাঙা উইন্ডস্ক্রিনসহ আরেকটি গাড়ি এবং রাস্তায় পড়ে থাকা এক আহত ব্যক্তি।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, “লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।”

লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের সুপার সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ১৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছোনোর আগেই আট জনের মৃত্যু হয়। তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, “আমি আমার বাড়ির ছাদ থেকে একটি বিশাল অগ্নিগোলক দেখতে পাই। প্রবল শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে, এমনকি জানালার কাচও দুলে ওঠে।”
আরেকজন জানান, “আমি গুরুদোয়ারায় ছিলাম, তখন হঠাৎ খুব জোরে শব্দ শুনি। প্রথমে বুঝতেই পারিনি কী হয়েছে—শব্দটা এতটাই প্রবল ছিল।”
ফায়ার সার্ভিসের প্রায় ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পুরো এলাকা পুলিশ ঘিরে ফেলেছে। এটি এমন একটি এলাকা যেখানে সারা বছর প্রচুর পর্যটক ভিড় থাকে।
বিস্ফোরণের ধরন এখনো নির্ধারণ করা যায়নি। ফরেনসিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের দল ঘটনাস্থলে পৌঁছেছে, বিস্ফোরণের প্রকৃতি নির্ধারণের জন্য তদন্ত শুরু হয়েছে।
লালকেল্লা ভারতের রাজধানী দিল্লির ঘনবসতিপূর্ণ পুরান দিল্লি এলাকায় অবস্থিত এবং এটি শহরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।#
পার্সটুডে/এমএআর/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।