মার্কিন কারাগারে ‘প্রতিশোধমূলক’ ধর্ষণের শিকার হয়েছিলাম: ইসরায়েলি গুপ্তচর
https://parstoday.ir/bn/news/event-i154416-মার্কিন_কারাগারে_প্রতিশোধমূলক’_ধর্ষণের_শিকার_হয়েছিলাম_ইসরায়েলি_গুপ্তচর
মার্কিন গোয়েন্দা কর্মকর্তা থেকে ইসরায়েলি গুপ্তচর হয়ে ওঠা জোনাথন পোলার্ড জানিয়েছেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর জন্য কাজ করার কারণে যুক্তরাষ্ট্রে কারাবন্দি অবস্থায় তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ২৬, ২০২৫ ১০:১৪ Asia/Dhaka
  • বেনিয়ামিন নেতানিয়াহু'র সঙ্গে জোনাথন পোলার্ড
    বেনিয়ামিন নেতানিয়াহু'র সঙ্গে জোনাথন পোলার্ড

মার্কিন গোয়েন্দা কর্মকর্তা থেকে ইসরায়েলি গুপ্তচর হয়ে ওঠা জোনাথন পোলার্ড জানিয়েছেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর জন্য কাজ করার কারণে যুক্তরাষ্ট্রে কারাবন্দি অবস্থায় তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন।

১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রের গোপন নথি ইসরায়েলি শাসকগোষ্ঠীর হাতে তুলে দেওয়ার অপরাধে ৩০ বছরের কারাদণ্ড পাওয়া পোলার্ড গতকাল (মঙ্গলবার) ইসরায়েলি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।

২০১৫ সালে তিনি মুক্তি পান, কিন্তু প্যারোলে যুক্তরাষ্ট্রে থাকতে বাধ্য হন। ইসরায়েলের দীর্ঘদিনের লবিংয়ের পর অবশেষে তাকে সম্পূর্ণ মুক্তি দেওয়া হলে তিনি দেশটি ত্যাগ করেন।

পোলার্ড বলেন, তার কর্মকাণ্ডের “প্রতিশোধ হিসেবে” তিনি কারাগারে যৌন নির্যাতনের শিকার হন।

যারা এই আচরণ করেছে তাদের সম্পর্কে তিনি বলেন, “আমরা যেসব দানবের সঙ্গে মোকাবিলা করছি, মানুষকে তা বুঝতে হবে।

কারাবন্দি অবস্থায় সংঘটিত এই যৌন নির্যাতনের অভিযোগ তিনি এই প্রথমবার মুখ খুললেন।

সাবেক এই এজেন্ট সিআইএকে ডেমোক্র্যাটিক পার্টির 'রাজনৈতিক হাতিয়ার' হিসেবে অভিযুক্ত করেন এবং ইসরায়েলে মার্কিন গোয়েন্দা উপস্থিতি পরিষ্কার করে ফেলা উচিত বলে মন্তব্য করেন।

অন্য এক প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উচিত ওয়াশিংটনের যুদ্ধকালীন চাপকে প্রতিহত করা, যা ইসরাইলের যুদ্ধ-উদ্দেশ্যকে প্রভাবিত করতে পারে। তিনি দাবি করেন যে, ওয়াশিংটনের কথা মেনে চললে ইসরাইলি সরকারের "নিরাপত্তা স্বার্থ" ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বিশেষভাবে সমালোচনা করেন সেইসব প্রতিবেদনকে, যেখানে বলা হয়েছিল যে, মার্কিন হস্তক্ষেপের অভিযোগের কারণে গাজা উপত্যকায় বিমান হামলার জন্য উড়ে যাওয়া ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে ফিরিয়ে আনা হয়েছিল, যখন ওই অঞ্চলটিতে ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছিল। তিনি বলেন, "এ বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে নেতানিয়াহুকে দৃঢ় অবস্থান নেওয়া উচিত ছিল।

গাজায় ইসরায়েলি গণহত্যায় প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি শহীদ হলেও পোলার্ড বলেন, "পুরো যুদ্ধজুড়ে, তিনি (নেতানিয়াহু) যা করা প্রয়োজন ছিল তা করতে ব্যর্থ হয়েছেন।”

সম্প্রতি দখলকৃত পবিত্র আল-কুদস শহরে (জেরুজালেম) মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সঙ্গে বৈঠকের পর 'অনুচিত রাজনৈতিক যোগাযোগের অভিযোগ' প্রত্যাখ্যান করেন পোলার্ড। তিনি জোর দিয়ে বলেন, “বৈঠকে কোনো গোপনীয়তা ছিল না।”

ইসরায়েলি শাসকগোষ্ঠীর মধ্যে যখন নির্বাচনের প্রস্তুতি চলছে তখন পোলার্ড জানান, তিনি রাজনীতিতে আসার কথা ভাবছেন।#

পার্সটুডে/এমএআর/২৬