পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নিলেন নিউইয়র্কের মুসলিম মেয়র জোহরান মামদানি
https://parstoday.ir/bn/news/event-i155698-পবিত্র_কুরআন_ছুঁয়ে_শপথ_নিলেন_নিউইয়র্কের_মুসলিম_মেয়র_জোহরান_মামদানি
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ১১১তম মেয়র হিসেবে শতাব্দীপ্রাচীন একটি কুরআন ছুঁয়ে শপথ নিয়েছেন জোহরান মামদানি। নতুন বছরের প্রথম প্রহরে ম্যানহাটনের সিটি হলের নিচে অবস্থিত একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা।
(last modified 2026-01-02T11:52:25+00:00 )
জানুয়ারি ০১, ২০২৬ ১৮:৩৪ Asia/Dhaka
  • পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নিলেন জোহরান মামদানি
    পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নিলেন জোহরান মামদানি

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ১১১তম মেয়র হিসেবে শতাব্দীপ্রাচীন একটি কুরআন ছুঁয়ে শপথ নিয়েছেন জোহরান মামদানি। নতুন বছরের প্রথম প্রহরে ম্যানহাটনের সিটি হলের নিচে অবস্থিত একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা।

শপথের সময় মামদানি দুটি কুরআনের ওপর হাত রাখেন। একটি ছিল তার দাদার ব্যবহৃত পারিবারিক কুরআন। অন্যটি ছিল শতাব্দীপ্রাচীন একটি কুরআন, যা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির শোমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচার থেকে সংগ্রহ করা হয়েছে। এই কুরআনটি অষ্টাদশ শতকের শেষভাগ বা ঊনবিংশ শতকের শুরুতে লেখা বলে ধারণা করা হয়।

মামদানি শুধু প্রথম মুসলিম মেয়রই নন, তিনি নিউইয়র্ক সিটির প্রথম দক্ষিণ এশীয় এবং প্রথম আফ্রিকায় জন্মগ্রহণকারী মেয়রও। যদিও অতীতে বেশিরভাগ মেয়র বাইবেলে শপথ নিয়েছেন, তবে আইন অনুযায়ী শপথের সময় কোনো ধর্মীয় গ্রন্থ ব্যবহার করা বাধ্যতামূলক নয়।

জোহরান মামদানি উগান্ডায় জন্মগ্রহণ করেন। তার মা-বাবা ভারতের মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলেন। ছয় বছর বয়সে তিনি নিউইয়র্কে আসেন। তিনি ব্রঙ্কসে পড়াশোনা করেন এবং পরে বোডইন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নিলেন জোহরান মামদানি

রাজনীতিতে তার যাত্রা শুরু হয় স্থানীয় প্রার্থীদের প্রচারণায় কাজ করার মাধ্যমে। ২০২০ সালে তিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত হন এবং পরপর দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান। ২০২৫ সালের নির্বাচনে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে হারিয়ে মেয়র নির্বাচিত হন।

নির্বাচনী প্রচারণায় মামদানি মূলত জীবনযাত্রার ব্যয় কমানোকে গুরুত্ব দেন। তার প্রতিশ্রুতির মধ্যে রয়েছে বিনা ভাড়ায় বাস চলাচল, সরকারি শিশু পরিচর্যা, শহরের মালিকানায় মুদিদোকান, ভাড়া বাড়ানো বন্ধ রাখা, সাশ্রয়ী বাসস্থান বৃদ্ধি এবং ২০৩০ সালের মধ্যে ন্যূনতম মজুরি ৩০ ডলার করা।

এই কুরআন ছুঁয়ে শপথ নেন জোহরান মামদানি

তিনি বড় করপোরেশন ও উচ্চ আয়কারীদের ওপর বেশি কর আরোপ এবং জননিরাপত্তা ব্যবস্থার সংস্কারের পক্ষেও মত দিয়েছেন।

মামদানির দ্রুত উত্থান ও মুসলিম পরিচয় প্রকাশ্যে তুলে ধরা নিয়ে দেশজুড়ে আলোচনা হয়েছে। কিছু ক্ষেত্রে ইসলামবিদ্বেষী মন্তব্যও দেখা গেছে। তবে মামদানি বলেছেন, এসব বিরূপ প্রতিক্রিয়া তাকে নিজের বিশ্বাস নিয়ে আরও দৃঢ় ও খোলামেলা হতে অনুপ্রাণিত করেছে।

নিউইয়র্ক সিটি বিশ্বের অন্যতম বৃহৎ মহানগর, যেখানে দুই কোটিরও বেশি মানুষ বসবাস করে। মেয়র হিসেবে মামদানি নগর সেবা, উন্নয়ন কার্যক্রম এবং নাগরিকদের জীবনমান ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবেন।#

পার্সটুডে/এমএআর/১