‘বিএসএফ’ অনুমতি ছাড়া গ্রামে ঢুকে না পড়ে,তা নিশ্চিত করতে হবে : মমতা
(last modified Thu, 09 Dec 2021 13:26:13 GMT )
ডিসেম্বর ০৯, ২০২১ ১৯:২৬ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিএসএফ অনুমতি ছাড়া যাতে গ্রামে ঢুকে কোনও ঝামেলায় জড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে হবে। তিনি আজ (বৃহস্পতিবার) নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকে এ সংক্রান্ত মন্তব্য করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে  বলেন, ‘নদিয়া জেলা বাংলাদেশের সীমান্তবর্তী। বিএসএফ যাতে অনুমতি ছাড়া গ্রামে ঢুকে কোনও ঝামেলায় জড়িয়ে না পড়ে, তা  নিশ্চিত করতে হবে। বিএসএফ তাদের কাজ করবে, পুলিশ তাদের কাজ করবে।  ‘আইন-শৃঙ্খলা’  আপনাদের বিষয়। মানুষের উপরে কোনও অত্যচার হোক এটা আমি কখনই সহ্য করব না।’  তিনি পুলিশকে বিএসএফ-এর সঙ্গে সমন্বয় বজায় রেখে গোলমাল এড়ানোর পরামর্শ দিয়েছেন।     

কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক নির্দেশনায় বিএসএফের এখতিয়ার বৃদ্ধিকে কেন্দ্র করে রাজ্য সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিএসএফকে ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার পর্যন্ত বিশেষ অধিকার দেওয়াকে কেন্দ্র করে রাজ্য সরকার ক্ষোভ প্রকাশ করেছে।

গত নভেম্বরে রাজ্য বিধানসভায় কেন্দ্রীয় সরকারের ওই নির্দেশনার বিরুদ্ধে  প্রস্তাব পাশ করেছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার। গত অক্টোবরে একটি বিজ্ঞপ্তি জারি করে বিএসএফের ক্ষমতা বাড়ানোর ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এরফলে পঞ্জাব, পশ্চিমবঙ্গ ও অসমে  আন্তর্জাতিক সীমান্তে ৫০ কিমি পর্যন্ত অঞ্চলে তল্লাশি, বাজেয়াপ্ত আর গ্রেফতার করতে পারবে তারা। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে  পঞ্জাব ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। #

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ