উত্তর প্রদেশে ‘বাবার সরকার’ ব্যর্থ, বিজেপির ঐতিহাসিক পরাজয় হবে : অখিলেশ যাদব
https://parstoday.ir/bn/news/india-i101534-উত্তর_প্রদেশে_বাবার_সরকার’_ব্যর্থ_বিজেপির_ঐতিহাসিক_পরাজয়_হবে_অখিলেশ_যাদব
ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন যোগি আদিত্যনাথ সরকারকে টার্গেট করে বলেছেন, ‘বাবা’র সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২১, ২০২১ ১৯:০৯ Asia/Dhaka
  • সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব
    সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব

ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন যোগি আদিত্যনাথ সরকারকে টার্গেট করে বলেছেন, ‘বাবা’র সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে।

তিনি আজ (মঙ্গলবার) মইনপুরীতে দলীয় এক সমাবেশে রাজ্যে বিজেপি সরকারের সমালোচনা করে ওই মন্তব্য করেন।   

তিনি বলেন, ‘বিজেপির লোকেরা গরিবদের অধিকার কেড়ে নিচ্ছে। এটি একটি দরকারি সরকার নয়, একটি অকেজো সরকার। নাম ও রং পরিবর্তন সরকার। এই ঐতিহাসিক জনসভা বলে দিচ্ছে বিজেপির ঐতিহাসিক পরাজয় হবে।’  

অন্যদিকে, আজ হিন্দি গণমাধ্যম এবিপি লাইভ ডটকম জানিয়েছে,  অখিলেশ যাদব এক বিবৃতিতে বলেছেন,  ‘বিজেপির মধ্যে পরাজয়ের আশঙ্কা বিরাজ করছে। এজন্য তারা ক্ষোভে সমাজবাদী পার্টির কর্মীদের হয়রানি করছে। পরাজয়ের ভয়ে, বিজেপি এখন সরকারি প্রতিষ্ঠানকে (তদন্ত এজেন্সি) অপব্যবহার করে বিরোধীদের দমন করতে লেগেছে, কিন্তু এতে বিজেপি’র বিরুদ্ধে জনগণের ক্ষোভ বেড়েছে। জনগণ গণতন্ত্র ও গণবিরোধী সরকারকে আর বেশিদিন ক্ষমতায় দেখতে চায় না।’    

অখিলেশ যাদব বলেন, বিজেপি সংস্কৃত-সংস্কৃতির সুর গায়,  কিন্তু তারা একে ক্ষতিগ্রস্থ করেছে। তিনি বলেন,  সমাজবাদী সরকার সংস্কৃত ভাষাকে সম্মান দিয়েছে। রাজ্যের সাবেক সমাজবাদী পার্টি সরকার বারাণসীতে সম্পূর্ণানন্দ সংস্কৃত মহাবিদ্যালয়কে ৫০ কোটি টাকা দিয়েছিল।  

তিনি বলেন, ‘বিজেপি শাসনে নাগরিক অধিকার সুরক্ষিত নয়। গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। বারবার মিথ্যে কথা বলে নিজেদের ভুল তথ্যকে সত্য করতে চায় বিজেপি। তারা চতুরতায় সিক্ত। এরা শুধু নদীই নয়, রাজনীতিকেও দূষিত করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের মাধ্যমে শুধু রাজ্য নয়, কেন্দ্রীয় সরকারের ভবিষ্যতও ঠিক হবে বলে মন্তব্য করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। # 

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।