ইরানের পারমাণবিক সমস্যার একমাত্র টেকসই সমাধান হলো কূটনীতি: কায়া কালাস
-
ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস
পার্সটুডে-ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক ব্যবস্থা বাস্তবায়ন এবং নিষ্ঠুর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান বলেছেন: কূটনীতি এবং আলোচনাই ইরানের পারমাণবিক সমস্যার একমাত্র টেকসই সমাধান।
ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস বলেছেন: পারমাণবিক নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ ফিরিয়ে আনাকে পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে কূটনীতির সমাপ্তি হিসেবে বিবেচনা করা উচিত নয়; এটি এমন একটি বিষয় যা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান আরও বলেন: ইইউর অবস্থান হলো ইরানের পারমাণবিক সমস্যার টেকসই সমাধান কেবল আলোচনা ও কূটনীতির মাধ্যমেই অর্জন করা যেতে পারে।
ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মধ্যে ব্যাপক সহযোগিতার ইতিহাস এবং কায়রোতে সাম্প্রতিক চুক্তির কথা উল্লেখ না করে কালাস আরও বলেন: ইরানকে অবিলম্বে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে তার পূর্ণ সহযোগিতা পুনরায় শুরু করতে হবে; পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) এবং ব্যাপক সুরক্ষা চুক্তির অধীনে দেশের আইনি বাধ্যবাধকতার কাঠামোর মধ্যে সহযোগিতা করতে হবে।
ইরানের পারমাণবিক কর্মসূচির কারণে দেশটির ওপর আরোপিত নিরাপত্তা পরিষদের পূর্ববর্তী ছয়টি প্রস্তাব রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অঙ্গনে ফিরে আসে, যেখানে ইউরোপীয় ত্রয়ী ইরান-৫+১ গ্রুপ পারমাণবিক চুক্তিতে অন্তর্ভুক্ত বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার অপব্যবহার করে, যে চুক্তিটি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (JCPOA) নামে পরিচিত।#
পার্সটুডে/এনএম/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।