‘মার্কিন সততা’ বিশ্বাসঘাতকতার প্রতীক: ইরানের পার্লামেন্ট স্পিকার
https://parstoday.ir/bn/news/iran-i152458-মার্কিন_সততা’_বিশ্বাসঘাতকতার_প্রতীক_ইরানের_পার্লামেন্ট_স্পিকার
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ এক আলোচনায সভায় মার্কিন সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। তেহরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মাঝামাঝি সময়ে দেশটির বিরুদ্ধে ১২ দিনের মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১২:৫৯ Asia/Dhaka
  • ইরানের পার্লামেন্ট স্পিকার বকের কলিবফ
    ইরানের পার্লামেন্ট স্পিকার বকের কলিবফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ এক আলোচনায সভায় মার্কিন সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। তেহরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মাঝামাঝি সময়ে দেশটির বিরুদ্ধে ১২ দিনের মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন।

গতকাল রোববার ইরানের সেমনান প্রদেশে এক অনুষ্ঠানে মোহাম্মাদ বাকের কলিবাফ বলেন, মার্কিন সততা বিশ্বাসঘাতকতার প্রতীক। তারা তেহরানের সাথে আলোচনায় কোনও আন্তরিকতা দেখায়নি।

আমেরিকা আলোচনার টেবিলের পেছন থেকে ইরানে আক্রমণ করেছে! তিনি বলেন, জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ শুরু করে। যুদ্ধের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র  আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

শত্রুরা ইরানের সমাজ, অর্থনীতিকে লক্ষ্যবস্তু করার জন্য স্ন্যাপব্যাক ব্যবহার করছে

২০১৫ সালে ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তির মধ্যে কথিত 'স্ন্যাপব্যাক' প্রক্রিয়া সক্রিয় করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ট্রিগার করার কথা উল্লেখ করেছেন কলিবফ।

শুক্রবার, চীন ও রাশিয়ার পেশ করা একটি খসড়া প্রস্তাবে দুটি দেশ ভেটো দিয়েছে। ঐ প্রস্তাবে, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্রদের এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পরমাণু বিষয়ক নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়াটি সক্রিয় করতে বিলম্ব করার আহ্বান জানানো হয়।

স্পিকার বলেন,   'ইরানের সামাজিক সংহতিকে ক্ষুণ্ন করে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে ইন্ধন জোগাতে চায় শক্ররা !'

ইরান সবসময় অভিযোগ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি যারা পারমাণবিক চুক্তির অংশ তারা চুক্তির প্রতি তাদের নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। যে কারণে স্ন্যাপব্যাক চালু করার সমস্ত নৈতিক ও আইনি ভিত্তি তারা হারিয়েছে।

বাকের কলিবফ কয়েকটি উদাহরণ তুলে ধরে বলেন, ১০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বেআইনি এবং একতরফাভাবে চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। ওয়াশিংটনকে চুক্তিতে ফিরিয়ে আনতে ত্রয়ী কর্তৃক অস্বীকৃতি জানায়।

তবে কলিবফ জোর দিয়ে বলেছেন, 'কোনও গোষ্ঠী বা ব্যক্তির দৃষ্টিভঙ্গি কিংবা রাজনৈতিক অভিলাষ আমাদের অভ্যন্তরীণ ঐক্যকে ক্ষতিগ্রস্ত করার অধিকার নেই।'

ইরানের ওপর চাপিয়ে দেওয়া অর্থনৈতিক যুদ্ধের মুখে সংগ্রাম করে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য দেশের জনগণকে প্রশংসা করেন স্পিকার। জনগণ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন অবশ্যই তার সমাধান করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

'মানুষ স্ন্যাপব্যাক চাপ সহ্য করতে প্রস্তুত

ইরানের সংসদ স্পিকারের মতে, নিষেধাজ্ঞা পুনর্বহালের ফলে উদ্ভূত সমস্ত চাপ সহ্য করতে ইরানি জাতি প্রস্তুত ছিল। তারা ইসলামি বিপ্লবের প্রতি দৃঢ় থাকবে এবং তাদের মর্যাদার সাথে কখনও আপস করবে না।#

পার্সটুডে/জিএআর/২৯