ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়াতে লেবাননের সেনাবাহিনীর প্রতি জোসেফ আউনের আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i153558-ইসরাইলি_আগ্রাসন_রুখে_দাঁড়াতে_লেবাননের_সেনাবাহিনীর_প্রতি_জোসেফ_আউনের_আহ্বান
পার্সটুডে-লেবাননের প্রেসিডেন্ট দেশটির সেনাবাহিনীর কমান্ডারকে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার এবং রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-10-31T11:26:58+00:00 )
অক্টোবর ৩০, ২০২৫ ১৯:৩৭ Asia/Dhaka
  • লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন
    লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন

পার্সটুডে-লেবাননের প্রেসিডেন্ট দেশটির সেনাবাহিনীর কমান্ডারকে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার এবং রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

ইহুদিবাদী ইসরাইল ১ অক্টোবর, ২০২৪ তারিখে লেবাননের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে এবং দুই মাস পর, বুধবার (২৭ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, ইহুদিবাদী সৈন্যদের ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু আন্তর্জাতিক আইনের বিপরীতে, ইসরাইল এই অঞ্চলের পাঁচটি কৌশলগত অবস্থানে তার সৈন্যদের বহাল রেখেছে, সরিয়ে নেয় নি। ইহুদিবাদী সেনাবাহিনী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে শত শত বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। IRNA-এর বরাত দিয়ে পার্সটুডেআরও জানায়, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর কমান্ডারকে মুক্ত ভূমির বিরুদ্ধে যেকোনো ইহুদিবাদী আগ্রাসন মোকাবেলায় দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আউন জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটিকে ইসরাইলের ওপর আরও চাপ প্রয়োগ করতে হবে যাতে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধ করার প্রতিশ্রুতি মেনে চলে। সীমান্ত এলাকায় ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও আক্রমণ এবং লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের পর এই অনুরোধ করা হয়েছে।

এই প্রসঙ্গে, লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বালিদা অঞ্চলে ইসরাইলিদের সাম্প্রতিক আক্রমণ এবং কর্তব্যরত অবস্থায় একজন পৌর কর্মচারীকে সরাসরি লক্ষ্যবস্তু করার তীব্র সমালোচনা করেছেন। তিনি এটিকে লেবাননের সরকারি প্রতিষ্ঠান এবং দেশের জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন লেবানন সরকার জাতিসংঘ এবং যুদ্ধবিরতি চুক্তিকে সমর্থনকারী দেশগুলোর মাধ্যমে বিষয়টি পর্যবেক্ষণ করছে যাতে ইসরাইলি শাসকগোষ্ঠীর চুক্তি লঙ্ঘনকারী কর্মকাণ্ড বন্ধ হয় এবং লেবাননের ভূখণ্ড থেকে তাদের সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা যায়।

লেবাননের সেনাবাহিনী বালিদাতে ইহুদিবাদীদের পদক্ষেপকে একটি অপরাধমূলক কাজ এবং লেবাননের সার্বভৌমত্ব ও যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলেও মনে করে। লেবাননের সেনাবাহিনী জোর দিয়ে বলেছে তারা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির কাছে ইসরাইলকে তার বারবার শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড এবং আগ্রাসন বন্ধ করার দাবি জানাতে আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার সকালে, ইসরাইলি সেনাবাহিনীর একটি দল লেবানন-অধিকৃত ফিলিস্তিনি সীমান্ত অতিক্রম করে বালিদার অস্থায়ী পৌরসভা ভবনে প্রবেশ করে। এরপর, লেবাননের সেনাবাহিনী সতর্ক হয়ে এলাকায় আরও সৈন্য মোতায়েন করে। বালিদা শহরে ইসরাইলি সেনাবাহিনীর আক্রমণের সাথে শাসকদের ড্রোনও ছিল এবং ইসরাইলি সেনাবাহিনী শহরে প্রবেশের পর বালিদা পৌরসভাও তাদের একজন কর্মচারীর নিখোঁজ হওয়ার ঘোষণা দিয়েছে।#

পার্সটুডে/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।