আমরা ভারত-পাকিস্তান যুদ্ধে জড়াবো না: তালেবান
ইসলামাবাদ: আমরা আফগান মাটির গভীরে আক্রমণ করব
- 
					
									পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ  
পার্সটুডে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে আফগানিস্তানকে হুমকি দিয়ে বলেছেন, ইসলামাবাদের আঞ্চলিক অখণ্ডতার যেকোনো লঙ্ঘনের জবাব দিতে প্রয়োজনে দেশটির মাটির গভীরে আক্রমণ করবে।
পার্সটুডে অনুসারে, কাবুল-ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হওয়ার ব্যাপারে জাতিসংঘ যখন উদ্বেগ প্রকাশ করেছে ঠিক সেই সময়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বুধবার বলেছেন, 'যদি আমাদের সীমান্ত লঙ্ঘন করা হয় বা আক্রমণ করা হয়, তাহলে আমরা প্রতিশোধ নেব এবং যদি আমাদের আফগানিস্তানের ভেতরে আক্রমণ করার প্রয়োজন হয় তাহলে আমরা তা করব।' আফগান তালেবানদের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ধারাবাহিক হুমকিমূলক বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের মধ্যে আলোচনা ব্যর্থ হয়েছে এবং প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে পাকিস্তানি প্রতিনিধিদল তাদের দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে। আরও কিছু পাকিস্তানি সূত্র আরো জানিয়েছে যে আফগান তালেবান প্রতিনিধিদল এখনও ইস্তাম্বুলে উপস্থিত রয়েছে এবং সাম্প্রতিক এই আলোচনা ব্যর্থ হলেও মধ্যস্থতাকারীদের ভূমিকায় আরও একটি দফা আলোচনা করার চেষ্টা করা হচ্ছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, যিনি পূর্বে আফগান তালেবানদের সাথে আলোচনার ব্যর্থতায় ভারতকে হস্তক্ষেপের জন্য অভিযুক্ত করেছিলেন, তিনি আরও যোগ করেছেন: "তালেবান প্রতিনিধিদলের সাথে আমাদের কাজ বুধবার শেষ হয়েছে এবং মধ্যস্থতাকারীদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে তালেবানরা সৎ আচরণ করছে না।"
আফগান তালেবান: এই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তঃআঞ্চলিক যুদ্ধে জড়িত হবে না
এদিকে, আফগান তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জোর দিয়ে বলেছেন যে আফগানিস্তান ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধে জড়িত হবে না এবং তার মাটি আন্তঃআঞ্চলিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। আব্দুল মতিন কানি বলেছেন যে তালেবান সরকারের সরকারী নীতি সংলাপ এবং কূটনীতির উপর ভিত্তি করে এবং প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করার জন্য কোনও দেশেরই আফগান মাটি ব্যবহার করার অধিকার নেই। আফগানিস্তান তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে সমর্থন করে এমন পাকিস্তানের দাবির জবাবে কানি বলেছেন: 'এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং অপপ্রচার। গত চার বছরে আফগান মাটি অন্য কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করা হয়নি এবং আমরা সমস্ত প্রতিবেশী এবং বিশ্বশক্তির সাথে ইতিবাচক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছি।'
পার্সটুডে/এমবিএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।