খ্রিস্টান ইহুদিবাদ কি মস্তিষ্কের ভাইরাস?
https://parstoday.ir/bn/news/world-i153562-খ্রিস্টান_ইহুদিবাদ_কি_মস্তিষ্কের_ভাইরাস
পার্সটুডে-ভ্যাটিকানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত খ্রিস্টান ইহুদিবাদী আন্দোলনের উত্থান সম্পর্কে সতর্ক করেছেন।
(last modified 2025-10-31T13:11:10+00:00 )
অক্টোবর ৩০, ২০২৫ ২০:২৫ Asia/Dhaka
  • মার্কিন বিখ্যাত উপস্থাপক টাকার কার্লসন
    মার্কিন বিখ্যাত উপস্থাপক টাকার কার্লসন

পার্সটুডে-ভ্যাটিকানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত খ্রিস্টান ইহুদিবাদী আন্দোলনের উত্থান সম্পর্কে সতর্ক করেছেন।

IKNA-এর উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, ভ্যাটিকানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোহাম্মদ হোসেইন মোখতারী ধর্মীয় সম্প্রদায়ের জন্য পবিত্র গ্রন্থের চরমপন্থী পাঠকে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বলে মনে করেন। তিনি বলেন ইসলামী বিশ্বে যেমন তাকফিরি গোষ্ঠীগুলো কুরআন এবং নবী মুহাম্মদ (সা.)-এর সুন্নাহর ভুল ব্যাখ্যা দিয়ে আবির্ভূত হয়েছিল, তেমনি খ্রিস্টান বিশ্বে, খ্রিস্টান ইহুদিবাদীদের মতো আন্দোলনগুলোও পবিত্র বাইবেলের চরমপন্থী পাঠ নিয়ে আবির্ভূত হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন: ইসলামী ও খ্রিস্টান পণ্ডিতদের মধ্যে যৌথ সহযোগিতা এই চরমপন্থী চিন্তাভাবনা মোকাবেলা করতে এবং তরুণ প্রজন্মকে তাদের ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষা করতে সহায়তা করতে পারে। মাদ্রাসাগুলোর বৈজ্ঞানিক ও গবেষণা সক্ষমতার কথা উল্লেখ করে হোজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোহাম্মদ হোসেইন মোখতারী ভ্যাটিকানের সাথে সহযোগিতাকে ধর্মের মধ্যে কৌশলগত ও টেকসই সম্পর্ক গঠনের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করেন এবং এটিকে আধুনিক বিশ্বের আধ্যাত্মিকতা ও শূন্যতার সংকট মোকাবেলার একটি উপায় বলেও অভিহিত করেন। ভ্যাটিকানে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আরও বলেন: যৌথ মিডিয়া প্রোডাকশন, ধর্মীয় শিক্ষা প্রচারে ডিজিটাল মিডিয়াগুলোকে কাজে লাগানো এবং বিশ্ব শান্তি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যৌথ সহযোগিতা সম্প্রসারিত করার চেষ্টা চালানো উচিত।

 

খ্রিস্টান ইহুদিবাদ বা মস্তিষ্কের ভাইরাস

এদিকে, মার্কিন বিখ্যাত উপস্থাপক টাকার কার্লসনও খ্রিস্টান ইহুদিবাদের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে খ্রিস্টান ইহুদিবাদ একটি "মস্তিষ্কের ভাইরাস" যা রাজনীতিবিদদের সংক্রামিত করেছে। কার্লসন "খ্রিস্টান ইহুদিবাদীদের" আন্দোলনকে "খ্রিস্টধর্মে বিপজ্জনক বিদআত বা ধর্মদ্রোহিতা" বলে মনে করেন এবং বলেন: "খ্রিস্টান ইহুদিবাদ" ঈসা (আ.) এর প্রতি প্রকৃত বিশ্বাসকে বিকৃত করেছে এবং এটিকে যুদ্ধ-প্ররোচনামূলক নীতির হাতিয়ার করে তুলেছে।#

পার্সটুডে/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।