ডিসেম্বর ২৬, ২০২১ ১৬:০৩ Asia/Dhaka
  • ভারতে করোনার নয়া ভ্যারিয়েন্ট বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ কার্যকর

ভারতের বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণের নয়া ভ্যারিয়েন্ট বৃদ্ধি পাওয়ার মধ্যে নতুন করে বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে।

আজ (রোববার) গণমাধ্যমে প্রকাশ- দেশে এ পর্যন্ত ওমিক্রনের ৪২২ টি ঘটনা প্রকাশ্যে এসেছে। 

এদিকে, করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের ক্রমবর্ধমান ঘটনার মধ্যে শনিবার থেকে মহারাষ্ট্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজ্যের কোনও অংশে এক জায়গায় ৫ জনের বেশি জড়ো হতে পারবে না। সরকারের পক্ষ থেকে কঠোরভাবে বলা হয়েছে, করোনা নিয়ম লঙ্ঘন করলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। বিধিভঙ্গের জন্য, আয়োজকদের ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। 

রাজস্থানে একদিনে ওমিক্রনের ২১ টি ঘটনা পাওয়া গেছে। এরমধ্যে ১১ জন জয়পুরের, ৬ জন আজমীরের, ৩ জন উদয়পুরের এবং একজন মহারাষ্ট্রের। এরআগে রাজ্যে ২২টি ওমিক্রন পজিটিভ রোগী ছিল যা এখন প্রায় দ্বিগুণ হয়ে ৪৩-এ দাঁড়িয়েছে। রাজস্থান এখন দেশের তৃতীয় সর্বোচ্চ ওমিক্রন পজিটিভ রাজ্যে পরিণত হয়েছে।  

মহারাষ্ট্রে ১০৮টি, দিল্লিতে ৭৯টি এবং গুজরাটে রাজস্থানের সমান ৪৩টি সংক্রমণ প্রকাশ্যে এসেছে। 

কেরালায় আরেকটি ওমিক্রনের ঘটনা শনাক্ত করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেন, নতুন রোগী কান্নুরের বাসিন্দা। এভাবে, রাজ্যে ওমিক্রনের ঘটনা বৃদ্ধি পেয়ে ৩৮ –এ পৌঁছেছে। 

কর্ণাটকের কোলারে একটি মেডিকেল কলেজে, ৪ দিনে ৩০ জন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছেন। সব নমুনা ওমিক্রন পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের মতে, গত চারদিনে শ্রী দেবরাজ উরস মেডিক্যাল কলেজে ১১৬০ জন শিক্ষার্থীর করোনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে আক্রান্ত শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছে এবং সবার অবস্থা স্থিতিশীল রয়েছে। তাদের কারোরই বিদেশ ভ্রমণের কোনো রেকর্ড নেই। সমস্ত নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। 

অসমে রাত ১১.৩০ থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ, ৩১ ডিসেম্বর রাতে শিথিলতা থাকবে 

সারা দেশে ওমিক্রনের ক্রমবর্ধমান ঘটনার পরিপ্রেক্ষিতে, অনেক রাজ্য রাতের কারফিউ কার্যকর করেছে। এবার অসমও এই তালিকায় যুক্ত হয়েছে। অসম সরকার রাত সাড়ে ১১ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত সমগ্র রাজ্যে কারফিউ জারি করার নির্দেশ দিয়েছে। তবে, ৩১ ডিসেম্বর কারফিউ থেকে অব্যাহতি থাকবে, যাতে লোকেরা নতুন বছর উদযাপন করতে পারে। 

উত্তর প্রদেশে ওমিক্রনের তৃতীয় ঘটনা পাওয়া গেছে। রায়বেরেলিতে আমেরিকা থেকে ফেরা যুবতী সংক্রমিত হয়েছে।

তামিলনাড়ু সরকার বিদেশ থেকে রাজ্যে আসা সমস্ত যাত্রীদের ৭ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। দিল্লিতে গত ২ দিনে, করোনা নির্দেশিকা লঙ্ঘনকারীদের উপর দেড় কোটি টাকা জরিমানা করা হয়েছে। একইসময়ে, ১৬৩ জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। 

কেরালার কোভিড বিশেষজ্ঞ কমিটির সদস্য ড. টি.এস. অনীশ বলেন, ওমিক্রনের বৈশ্বিক প্রবণতা দেখলে দেখা যাচ্ছে আগামী দুই/তিন সপ্তাহের মধ্যে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এক হাজারে পৌঁছাবে। একইসময়ে, এই সংখ্যাটি ২ মাসে ১০ লাখে পৌঁছতে পারে। ডাঃ অনীশ বলেন, ভারতে এটি বন্ধ করতে আমাদের কাছে ১ মাসেরও কম সময় বাকি আছে। আমাদের ওমিক্রন সংক্রমণ বন্ধ করা প্রয়োজন। 

এদিকে, ওমিক্রনের ক্রমবর্ধমান ঘটনার পরিপ্রেক্ষিতে, কেন্দ্রীয় সরকার ১০ টি রাজ্যে মাল্টি-ডিসিপ্লিনারি টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, যে  রাজ্যগুলোতে ওমিক্রনের ঘটনা ক্রমাগত বাড়ছে বা টিকা দেওয়ার হার কম, সেখানে একটি কেন্দ্রীয় দল মোতায়েন করা হবে। এরমধ্যে রয়েছে কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মিজোরাম, কর্ণাটক, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পাঞ্জাব। #

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ