উত্তর প্রদেশে ধর্মের নামে উত্তেজনা ও বিদ্বেষের পরিবেশ তৈরি করা হচ্ছে : মায়াবতী
https://parstoday.ir/bn/news/india-i103328-উত্তর_প্রদেশে_ধর্মের_নামে_উত্তেজনা_ও_বিদ্বেষের_পরিবেশ_তৈরি_করা_হচ্ছে_মায়াবতী
ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বহজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী বলেছেন, উত্তর প্রদেশে ধর্মের নামে উত্তেজনা ও বিদ্বেষের পরিবেশ তৈরি করা হচ্ছে। উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে তিনি আজ (বৃহস্পতিবার) গাজিয়াবাদে এক সমাবেশে ওই মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০২২ ১৯:০৭ Asia/Dhaka
  • উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী
    উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী

ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বহজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী বলেছেন, উত্তর প্রদেশে ধর্মের নামে উত্তেজনা ও বিদ্বেষের পরিবেশ তৈরি করা হচ্ছে। উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে তিনি আজ (বৃহস্পতিবার) গাজিয়াবাদে এক সমাবেশে ওই মন্তব্য করেন।

মায়াবতী বলেন, বিজেপি সরকারের নীতি এবং কাজের ধরণ বেশিরভাগই আরএসএসের বর্ণবাদী, পুঁজিবাদী এবং সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের উপর দাঁড়িয়ে আছে।

তিনি বলেন, বিএসপি ৪০৩ টি আসনের সবকটিতেই একা লড়ছে। বিএসপিকে ভোট দেওয়া কেন গুরুত্বপূর্ণ তা আপনাকে বুঝতে হবে। কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে বিএসপি প্রধান বলেন- 'কংগ্রেস বর্ণবাদী হওয়ার কারণে দলিত বিরোধী হয়েছে এবং বাবাসাহেব আম্বেদকরকেও তারা ‘ভারতরত্ন’ পুরস্কার দেয়নি।'   

সমাজবাদী পার্টিকে (সপা) টার্গেট করে মায়াবতী বলেন, সমাজবাদী পার্টি সরকার সর্ব সমাজের দল নয়। সমাজবাদী সরকারের আমলে দুর্বলরা অবহেলিত ছিল। মায়াবতী  দাবি করেন,  সপা সরকার সরকারি ঠিকায় সংরক্ষণ বন্ধ করে দিয়েছে। তাঁর অভিযোগ,  তপসিলী জাতি-উপজাতি’র পদোন্নতির বিল সংসদে এলে সপা এমপিরা তা ছিঁড়ে ফেলেছিলেন। সপা কর্তৃক এই বিভাগের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার সুবিধাও বাতিল করা হয়েছিল।    

মায়াবতী বলেন, বিজেপি সরকারের আমলে দারিদ্র, বেকারত্ব ও মুদ্রাস্ফীতি বেড়েছে। বেকারত্বের কারণে ব্যাপকভাবে অনেকে অন্যত্র চলে গেছে। করোনার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে,  সেজন্য রাজ্যে বিএসপির সরকার গঠন করা খুব জরুরি হয়ে পড়েছে বলেও সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।