‘আম আদমি পার্টি’ উদ্ভব হয়েছে আরএসএস থেকে : প্রিয়াঙ্কা গান্ধি
https://parstoday.ir/bn/news/india-i103802-আম_আদমি_পার্টি’_উদ্ভব_হয়েছে_আরএসএস_থেকে_প্রিয়াঙ্কা_গান্ধি
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি আদমি পার্টিকে (আপ) আরএসএস থেকে উদ্ভব হওয়া দল বলে মন্তব্য করেছেন। তিনি আজ (রোববার) পাঞ্জাবের কোটকাপুরায় আম আদমি পার্টিকে কটাক্ষ করে ওই মন্তব্য করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১৯:০৭ Asia/Dhaka
  • ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি
    ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি আদমি পার্টিকে (আপ) আরএসএস থেকে উদ্ভব হওয়া দল বলে মন্তব্য করেছেন। তিনি আজ (রোববার) পাঞ্জাবের কোটকাপুরায় আম আদমি পার্টিকে কটাক্ষ করে ওই মন্তব্য করেছেন।

রাজ্যটিতে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে প্রিয়াঙ্কা গান্ধির এ ধরণের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধি আজ পাঞ্জাবের জনসভায় বক্তব্য রাখার সময়ে আজ বলেন,  ‘আম আদমি পার্টির উদ্ভব কোথা থেকে হয়েছে?  তারা আরএসএস থেকে উদ্ভূত হয়েছে। আম আদমি পার্টির নেতারা নিজেরাই বলে যে আমরা বিজেপির চেয়ে বড় বিজেপি।’

কেজরিওয়াল সরকারকে নিশানা করে তিনি বলেন, ‘দিল্লিতে শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান নামে কিছুই নেই। আপনাদের বলা হচ্ছে বড় বড় স্কুল তৈরি হয়েছে, কিন্তু একটু দিল্লি এসে দেখুন কী তৈরি করেছে। দিল্লিবাসীকে জিজ্ঞেস করুন কীভাবে জীবনযাপন করছেন। সেজন্য রাজনৈতিক দল ও তাদের নেতাদের সম্পর্কে সত্যতা জানা প্রয়োজন।’    

প্রিয়াঙ্কা গান্ধি বলেন, ‘গত ৫ বছর ধরে পাঞ্জাবে কংগ্রেসের সরকার রয়েছে। এই সরকার একসময়ে পাঞ্জাব থেকে চলা বন্ধ হয়ে গিয়েছিল তখন দিল্লি থেকে বিজেপি সরকার দারা পরিচালিত হচ্ছিল। এই লুকানো জোট যখন সবার সামনে আসে, তখন চরণজিৎ সিং চান্নিকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাপ্টেন অমরিন্দর সিং পাঞ্জাব থেকে নয় দিল্লি থেকে সরকার চালাচ্ছিলেন। তাই দল তাকে পরিবর্তন করেছে। এভাবে প্রিয়াঙ্কা গান্ধি ইঙ্গিত দেন যে সাবেক মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং কেন্দ্রীয় সরকারের অর্থাৎ বিজেপির নির্দেশ মেনে চলছিলেন। সেজন্য তাঁর পরিবর্তে চরণজিৎ সিং চান্নিকে মুখ্যমন্ত্রী করা হয়েছে।

প্রিয়াঙ্কা বলেন,  দল পাঞ্জাব সরকার চালানোর জন্য একটি দরিদ্র পরিবার থেকে চরণজিৎ সিং চান্নিকে বেছে নিয়েছে। আমরা চাই পাঞ্জাব থেকে পাঞ্জাবের সরকার চালানো হোক। ‘আম আদমি পার্টি’র (আপ) সরকার গঠিত হলে তা চলবে দিল্লি থেকে। কিন্তু চান্নি সরকার চলবে পাঞ্জাব থেকে বলেও মন্তব্য করেন প্রিয়াঙ্কা গান্ধি।#

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।