তাজমহলে বিশ্ব হিন্দু পরিষদ কর্মীদের হট্টগোল, 'হনুমান চালিসা' পড়ার চেষ্টা, পুলিশের বাধা
https://parstoday.ir/bn/news/india-i103938-তাজমহলে_বিশ্ব_হিন্দু_পরিষদ_কর্মীদের_হট্টগোল_'হনুমান_চালিসা'_পড়ার_চেষ্টা_পুলিশের_বাধা
ভারতের উত্তর প্রদেশের আগ্রায় ঐতিহাসিক তাজমহলের ভিতরে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) কর্মীরা জোর করে হনুমান চালিসা পাঠ করার মধ্যদিয়ে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করেছে। পুলিশ এ সময়ে তাদেরকে থামিয়ে দিয়ে হেফাজতে নেয়। আজ (বুধবার) হিন্দি গণমাধ্যম ‘নবজীবন’ ওই তথ্য জানিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ১৯:১৪ Asia/Dhaka
  • তাজমহলে বিশ্ব হিন্দু পরিষদ কর্মীদের হট্টগোল
    তাজমহলে বিশ্ব হিন্দু পরিষদ কর্মীদের হট্টগোল

ভারতের উত্তর প্রদেশের আগ্রায় ঐতিহাসিক তাজমহলের ভিতরে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) কর্মীরা জোর করে হনুমান চালিসা পাঠ করার মধ্যদিয়ে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করেছে। পুলিশ এ সময়ে তাদেরকে থামিয়ে দিয়ে হেফাজতে নেয়। আজ (বুধবার) হিন্দি গণমাধ্যম ‘নবজীবন’ ওই তথ্য জানিয়েছে।

গণমাধ্যমে প্রকাশ, কর্ণাটকে হিজাব ইস্যুকে কেন্দ্র করে বিশ্ব হিন্দু পরিষদ ওই  কর্মসূচির আয়োজন করেছিল। সমস্ত বিক্ষোভকারীকে হেফাজতে নেওয়ার পরে হরিপর্বত থানায় নিয়ে যাওয়া হয় যেখানে তারা ‘হনুমান চালিসা’ পাঠ করেন এবং পরে  সবাইকে ছেড়ে দেওয়া হয়। 

সদর সার্কেল কর্মকর্তা রাজীব কুমার বলেন, তাদের স্মারকলিপি নেওয়া হয়েছে এবং এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তাদের জানানো হয়েছে যে বিষয়টি একটি নির্দিষ্ট রাজ্যের সাথে সম্পর্কিত।  

‘ভিএইচপি’র ওই প্রতিবাদমূলক কর্মসূচির নেতৃত্বে ছিলেন সংগঠনের ব্রজ অঞ্চলের সহ-সভাপতি আশিস আর্য। তিনি বলেন, হিজাব ইস্যু মোকাবেলায় তাজমহলে প্রবেশ করে গেরুয়া রঙের স্কার্ফ পরে ‘হনুমান চালিসা’ পাঠ করার পরিকল্পনা করা হয়েছিল। তার অভিযোগ,  প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব পোশাক বিধি থাকলেও কিছু অসামাজিক উপাদান হিজাব ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।      

বিশ্ব হিন্দু পরিষদ নেতা আশীষ আর্য আরও বলেন, কিছু লোক হিজাবের প্রেক্ষাপটে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে উসকানি দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটের মেরুকরণের চেষ্টা করছে। ‘এখানে কোনো ‘ব্যক্তিগত আইন’ কার্যকর  করা হবে না। দেশ সংবিধান মেনে চলবে যা সবার উপরে’  বলেও মন্তব্য করেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা আশীষ আর্য।#

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।