সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হবে, সর্বোচ্চস্তরে আলোচনা চলছে: বিজেপি
https://parstoday.ir/bn/news/india-i103998-সংশোধিত_নাগরিকত্ব_আইন_কার্যকর_হবে_সর্বোচ্চস্তরে_আলোচনা_চলছে_বিজেপি
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘আমরা সংশোধিত নাগরিকত্ব আইন বা ‘সিএএ’ কার্যকর করব। এ জন্য সর্বোচ্চস্তরে চিন্তাভাবনা চলছে। আজ না হয় কাল ‘সিএএ’ কার্যকর হবে।’ তিনি আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ২৩:১০ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘আমরা সংশোধিত নাগরিকত্ব আইন বা ‘সিএএ’ কার্যকর করব। এ জন্য সর্বোচ্চস্তরে চিন্তাভাবনা চলছে। আজ না হয় কাল ‘সিএএ’ কার্যকর হবে।’ তিনি আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন।

‘সিএএ’ কার্যকর করতে দেরি হওয়া প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সাফাইতে বলেন, ‘রাজ্য সরকারের বিরোধিতার নয় ‘সিএএ’ কার্যকর করতে দেরি হচ্ছে। রাজ্য সরকার যদি এই মুহূর্তে মেনে নেয় তাহলে আমরা কাল চাইলে কালই বিধিনিয়ম তৈরি করে ‘সিএএ’ চালু করে দিতে পারি।’

বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার পৌরসভা নির্বাচন উপলক্ষে আজ বনগাঁয় একটি  দলীয় সমাবেশে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘গোটা রাজ্যটা লুঠের রাজ্য চলছে। আমি বিধায়কদের কাছে শুনছিলাম, বনগাঁয় প্রত্যেক ওয়ার্ডে ইতোমধ্যেই নাকি বোমা-বন্দুকসহ গুণ্ডা নিয়ে এসে ভরে রেখেছে তৃণমূল কংগ্রেস। আমি তাদেরকে সাবধান করতে চাই। তোমাদের গুণ্ডাদের যে বড় বড় দাদা আছে, উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের পরে সব টাইট হয়ে যাবে। একটা চোরও কোথাও বাঁচবে না।’

তিনি কটাক্ষ করে বলেন, ‘যারা গরুর টাকা, বালির টাকা, কয়লার টাকা খেয়েছে সব কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের ‘আদর’ খাবে। চিন্তার কিছু নেই। কিছুদিন আগে দেব গিয়েছিলেন সিবিআইয়ের চা খেতে। বাংলায় কথা আছে ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’। তৃণমূলে থাকলে তাকে সিবিআই ডাকবে না তো কী ভগবান ডাকবে? তাকে সিবিআই ডাকবে।’ তৃণমূলকে ‘চোরেদের দল’ বলেও কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।