এপ্রিল ১৭, ২০২২ ২০:৫৮ Asia/Dhaka
  • দিল্লির জাহাঙ্গীরপুরীর মতো কর্ণাটকের হুবলিতেও সহিংসতা, ১৪৪ ধারা জারি

ভারতের উত্তর কর্ণাটকের হুবলি শহরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিকৃত পোস্টের প্রতিবাদে কিছু লোক জন্য রাস্তায় নামায় উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়েছে।

আজ (রোববার) বিবিসি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, উত্তেজিত জনতাকে শান্ত করতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। এ সময়ে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। গতকাল (শনিবার) রাতে নামাজের পর ওই ঘটনা ঘটে। নামাজের পর পুরোনো শহরের থানার সামনে একদল লোক জড়ো হলে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশকে বলপ্রয়োগ করতে হয়।         

হুবলির পুলিশ কমিশনার লাভু রাম গণমাধ্যমকে বলেন, যে ব্যক্তি একটি ধর্মীয় স্থানের অবমাননা করার একটি মর্ফড ভিডিও (বিক্রিত/ভুয়ো) পোস্ট করেছিল তাকে গ্রেফতার করা হয়েছে। লোকেরা এই ভিডিওটির জন্য খুব ক্ষুব্ধ ছিল এবং তারা এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল।  মর্ফড ভিডিও পোস্ট করা ওই যুবককে পুলিশ আগেই গ্রেফতার করেছিল। পুলিশ ক্রমাগত জনগণকে তা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তা সত্ত্বেও জনগণকে শান্ত করার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়।  

পুলিশ কমিশনার লাভু রাম বলেন, জনতা হিংস্র হয়ে ওঠে এবং তারা পাথর নিক্ষেপ করতে থাকে। এ সময়ে তারা পুলিশের একটি গাড়িও ভাঙচুর করে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র সাংবাদিকদের বলেন, সহিংসতায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। একজন পরিদর্শককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।   

রাতের নামাজের পর যে বিবাদ শুরু হয়েছিল তা মেটাতে পুলিশের কয়েক ঘণ্টা সময় লেগে যায়। রবিবার সকালে পুলিশকে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়। এ সময় উত্তেজিত জনতা যানবাহন, হাসপাতাল ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে পাথর নিক্ষেপ করে। পুল্লিশ কমিশনার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং গোটা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।    

এর একদিন আগে, কর্ণাটকের হুবলির যমজ শহর ধারওয়াদে শ্রী রাম সেনা তার ছয় সদস্যকে সম্মানিত করেছিল যারা একজন মুসলিম বিক্রেতার তরমুজ ধ্বংস করার জন্য অভিযুক্ত ছিল। ওই লোকেরা হুবলির একটি স্থানীয় মন্দিরের কাছে তরমুজ বিক্রি করা এক মুসলিম বিক্রেতার ফল নষ্ট করে দিয়েছিল। এই বিক্রেতা দশ বছরেরও বেশি সময় ধরে মন্দিরের কাছে তরমুজ এবং অন্যান্য ফল বিক্রি করে আসছে। কিন্তু গত সপ্তাহে ওই ছয়জনের একটি দল ওই বিক্রেতার আউটলেটে পৌঁছে প্রায় আট থেকে দশ কুইন্টাল তরমুজ নষ্ট করে দেয়। #

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ