মণিপুরে ভূমিধসে মৃত ৭, নিখোঁজ ৪৫, মোদীর শোক প্রকাশ
(last modified Thu, 30 Jun 2022 13:07:52 GMT )
জুন ৩০, ২০২২ ১৯:০৭ Asia/Dhaka
  • মণিপুরে ভূমিধসে মৃত ৭, নিখোঁজ ৪৫, মোদীর শোক প্রকাশ

ভারতের মণিপুরে সেনা ক্যাম্পের কাছে ভূমিধসের ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন কমপক্ষে ৪৫ জন। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। মণিপুরের ননে জেলায় এই ভূমিধসের ঘটনা ঘটেছে।

ওই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী ও অন্য নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী এক বার্তায় বলেছেন, তিনি এই ঘটনা সম্পর্কে মণিপুরের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং ভূমিধসের কারণে সৃষ্ট পরিস্থিতি পর্যালোচনা করেছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।    

ভূমিধসজনিত উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি এক বার্তায় বলেন, টুপুলে ভূমিধসের পরিস্থিতি মূল্যায়ন করতে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। ইতোমধ্যেই তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি। অপারেশনে সহায়তার জন্য চিকিৎসকদের পাশাপাশি অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।   

টুপুল রেলওয়ে স্টেশনের কাছে ভারতীয় সেনাবাহিনীর ১০৭ টেরিটোরিয়াল আর্মির একটি ক্যাম্প ছিল। ভূমিধসে ওই স্থানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। টেরিটোরিয়াল আর্মি বর্তমানে তাদের দু’জনের মৃত্যুর খবর জানিয়েছে। এ ছাড়া ২০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। গ্রামবাসীরা এক শিশুসহ পাঁচজন নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছেন। এর পাশাপাশি রেলওয়ের কর্মীরাও নিখোঁজ রয়েছেন ৬/৭ জন। সব মিলিয়ে কমপক্ষে ৪৫ জন নিখোঁজ রয়েছে। এদের খোঁজ চলছে।      

সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ, আহতদের ননে আর্মি মেডিকেল ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। খারাপ আবহাওয়া এবং সাম্প্রতিক ভূমিধসের কারণে উদ্ধারকাজে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টির কারণে মানুষজনকে জাতীয় সড়ক ৩৭-এ যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছিল।  

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের দেওয়া তথ্য অনুসারে, অবিরাম বৃষ্টির কারণে সৃষ্ট বিশাল ভূমিধসের ফলে জিরিবাম-ইম্ফল নতুন লাইন প্রকল্পের টুপুল স্টেশন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও ভূমিধসের কারণে ট্র্যাক নির্মাণ কাজের ব্যাপক ক্ষতি হয়েছে।

জেলা প্রশাসন আশেপাশের গ্রামবাসীদের সতর্কতা অবলম্বন করতে এবং তাড়াতাড়ি জায়গাটি খালি করার জন্য একটি পরামর্শ জারি করেছে। অ্যাডভাইজারিতে বলা হয়েছে, ধ্বংসাবশেষের কারণে ইজাই নদী অবরুদ্ধ হয়ে পড়েছে। যার জেরে একই জায়গায় জলাবদ্ধতার কারণে বাঁধ সদৃশ অবস্থা সৃষ্টি হয়েছে। এটি ভেঙে গেলে নিম্নাঞ্চলে আরও ধ্বংসযজ্ঞ হতে পারে। 

সম্প্রতি অবিরাম বর্ষণে অসম ও মণিপুর সহ উত্তর-পূর্ব ভারতের কিছু রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অসমে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসের ফলে এ পর্যন্ত ১৩৫ জনের মৃত্যু হয়েছে, এবং কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে, আবহাওয়া দফতরের মতে অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর এবং সিকিমে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। # 

 

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ