মহানবী (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য: ৯০ বিক্ষোভকারী গ্রেফতার, ওয়াইসির হস্তক্ষেপে মুক্তি
(last modified Thu, 25 Aug 2022 13:22:53 GMT )
আগস্ট ২৫, ২০২২ ১৯:২২ Asia/Dhaka
  • মহানবী (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য: ৯০ বিক্ষোভকারী গ্রেফতার, ওয়াইসির হস্তক্ষেপে মুক্তি

মহানবী হজরত মুহাম্মাদ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে হায়দরাবাদে প্রতিবাদকারী ৯০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির হস্তক্ষেপের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা মহানবী মুহাম্মাদ (সা.) সম্পর্কে তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে প্রতিবাদী জনতা একটানা তৃতীয় দিনের জন্য হায়দরাবাদের পুরানো শহরে বিক্ষোভ করছিল।

এদিকে, আজ অন্য একটি মামলার জেরে বিজেপি বিধায়ক টি রাজা সিংকে পুলিশ ফের গ্রেফতার করেছে। মহানবী (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার জেরে পুলিশ সম্প্রতি তাকে গ্রেফতার করেছিল। কিন্তু স্থানীয় একটি আদালতে তাকে পেশ করা হলে সেখান থেকে তিনি জামিনে মুক্তি পেয়ে যান। এবার গত মার্চ-এপ্রিলের অন্য একটি মামলার জেরে পুলিশ ফের তাকে গ্রেফতার করেছে।    

হায়দরাবাদে বিক্ষোভকারীদের গ্রেফতার প্রসঙ্গে আজ (বৃহস্পতিবার) ‘মিম’প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেন, ‘ডিসিপি দক্ষিণের কাছে আমার হস্তক্ষেপের পর শাহ আলি বান্দা এবং আশা টকিজের  বিক্ষোভকারী ৯০ জন যুবককে ছেড়ে দেওয়া হয়েছে। ‘মিম’বিধায়ক আহমেদ বিন আবদুল্লাহ বালালা এবং আমাদের  কাউন্সিলররা উত্তেজনা প্রশমিত করতে সারা রাত কাজ করেছেন। আমি তাদের সাথে এবং পুলিশের সাথেও যোগাযোগ করেছি।’   

ওয়াইসি বলেন, একটি ঘটনায় পুলিশ জোরপূর্বক বল প্রয়োগ করে একটি বাড়িতে ঢুকে পাঁচ যুবককে আটক করে। তিনি বলেন, আজ ভোর ১ টা ৩০ নাগাদ কাঞ্চনবাগ থানা থেকে যুবকদের ছেড়ে দেওয়া হয়। একটি ঘটনায় পুলিশ বলপ্রয়োগ করে একটি বাড়িতে ঢুকে ৫ যুবককে আটক করে। এটা মেনে নেওয়া যায় না।

অন্যদিকে বিজেপি থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক টি রাজা সিংয়ের গ্রেফতারের দাবিতে, ‘মিম’প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বৃহস্পতিবার বলেন, হায়দরাবাদের কিছু অংশে যে বিক্ষোভ হচ্ছে তা সরাসরি বিজেপি নেতার বিদ্বেষমূলক বক্তব্যের ফল।  তিনি বলেন, ‘এই পরিস্থিতি রাজা সিংয়ের ঘৃণামূলক বক্তব্যের সরাসরি ফল। যত দ্রুত সম্ভব তাকে কারাগারে পাঠানো উচিত। আমি আবারও শান্তি বজায় রাখার জন্য আমার আবেদন পুনর্ব্যক্ত করছি। হায়দরাবাদ আমাদের বাড়ি, এটা যেন সাম্প্রদায়িকতার শিকার না হয়।’  

ওয়াইসি আজ বলেন, বিজেপি যদি একটা উপনির্বাচনের জন্য এতটাই মরিয়া হয়, তাহলে সাধারণ নির্বাচনে কী করবে? এরা (বিজেপি) রাজ্যে আগুন দিতে চায়। পোড়া বাড়ি, খালি দোকান, বন্ধ স্কুল আর কারফিউ চায়। ইনশাআল্লাহ তাদের সফল হতে দেবো না। তেলেঙ্গানা যতদিন বিজেপি থেকে মুক্ত থাকবে ততদিন সহিংসতামুক্ত থাকবে বলেও আজ মন্তব্য করেন ওয়াইসি। #

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ