পশ্চিমবঙ্গে পুজো অনুদানে দুর্নীতি করছে রাজ্য সরকার : মুহাম্মাদ সেলিম
https://parstoday.ir/bn/news/india-i112720-পশ্চিমবঙ্গে_পুজো_অনুদানে_দুর্নীতি_করছে_রাজ্য_সরকার_মুহাম্মাদ_সেলিম
ভারতের পশ্চিমবঙ্গে পুজো অনুদানে রাজ্য সরকার দুর্নীতি করছে বলে মন্তব্য করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মুহাম্মাদ সেলিম। তিনি আজ (বৃহস্পতিবার) এ সংক্রান্ত মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০২২ ১৯:২৫ Asia/Dhaka
  • মুহাম্মাদ সেলিম
    মুহাম্মাদ সেলিম

ভারতের পশ্চিমবঙ্গে পুজো অনুদানে রাজ্য সরকার দুর্নীতি করছে বলে মন্তব্য করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মুহাম্মাদ সেলিম। তিনি আজ (বৃহস্পতিবার) এ সংক্রান্ত মন্তব্য করেন।

রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন তৃণমূল সরকার চলতি বছরে বিভিন্ন ক্লাবে পুজো অনুদান বাড়িয়ে ৬০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এরপরেই ওই ইস্যুতে বিতর্ক সৃষ্টি হয়েছে।  

এ প্রসঙ্গে আজ (বৃহস্পতিবার) সিপিএমের রাজ্য সম্পাদক মুহাম্মাদ সেলিম এক সংবাদ সম্মেলনে বলেন, ‘উনি টাকা বিলোচ্ছেন। যেহেতু কোর্টে মামলা হয়েছে, এবং বলেছে ইউসি সার্টিফিকেট কোথায়? সেজন্য গতকাল সমস্ত পুজো কমিটিগুলোকে ফোন করে পুজো কমিটির সেক্রেটারিদের কাগজ জমা দিতে বলা হয়েছে। যেভাবে শিক্ষক নিয়োগে, স্বাস্থ্য দফতরে নিয়োগে দুর্নীতি হয়েছে এটাও একটা দুর্নীতির অংশ। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সাদা কাগযে স্ট্যাম্প মেরে পুজো কমিটিগুলো দিয়ে দিন! আজকের মধ্যে দিন নইলে এবছর টাকা পাবেন না। এ ভাবে নয়ছয় করা হচ্ছে টাকা।’ 

রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে কেন ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলে কোলকাতা হাই কোর্টে সম্প্রতি তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।  গত সোমবার কোলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সমন্বিত বেঞ্চ এক শুনানিতে জানিয়ে দেয়, রাজ্য সরকারকে স্পষ্ট করে জানাতে হবে, কেন এই অনুদান দেওয়া হচ্ছে?

এ প্রসঙ্গে রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, এ বিষয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার। অন্যদিকে, মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন,  ‘বৈঠক ডেকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ইতোমধ্যে টাকা দেওয়ার কাজও শুরু হয়ে  গেছে।’

এর পরই বিচারপতিদ্বয় জানিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দিয়ে পুজো অনুদানের কারণ জানাতে হবে। ওই দিনই মামলাটির শুনানিও হবে।#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।