গুজরাটে সেতু ভেঙে পড়ায় ১৪০ জনেরও বেশি নিহত, আহত অন্তত ৭০
(last modified Mon, 31 Oct 2022 05:01:49 GMT )
অক্টোবর ৩১, ২০২২ ১১:০১ Asia/Dhaka

ভারতের গুজরাটের মোরবিতে মাছু নদীতে সেতু ভেঙে পড়ায় এ পর্যন্ত ১৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গতকাল (রোববার) সন্ধ্যায় ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে।  

আজ (সোমবার) সকালে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি বলেন, ‘ওই ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং একজন আইজিপি পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে।

তিনি জানান, রাতভর সবাই ত্রাণ কাজে নিয়োজিত ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছয় নৌসেনা, এনডিআরএফ, বিমানবাহিনী ও সেনা জওয়ানরা। রাতে ২০০ জনের বেশি জওয়ান অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে নিযুক্ত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ মোরবি দুর্ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সারা রাত তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখেন। গুজরাটের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও পুরো পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনার সমস্ত তথ্য দেওয়া হয়েছে।’

ভয়াবহ ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে অর্ধশতাধিক শিশু ও নারী রয়েছে। হিন্দি ‘আজতক’ ও ‘ভাস্কর’ গণমাধ্যম সূত্রে প্রকাশ, প্রাণ হারিয়েছেন রাজকোটের বিজেপি নেতা মোহন ভাই কুন্দরিয়া এমপির পরিবারের ১২ জন।       

ওই দুর্ঘটনায় আহত হয়েছেন ৭০ জনেরও বেশি মানুষ। আহতদের চিকিৎসার জন্য মোরবি ও রাজকোট হাসপাতালে জরুরি বোর্ড গঠন করা হয়েছে। নিখোঁজ ১০০ জনের সন্ধান চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মোরবিতে যেতে পারেন।   

উদ্ধার অভিযান

জানা গেছে, গত ৬ মাস ধরে ওই সেতুটি বন্ধ ছিল। সম্প্রতি প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এর মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। এটি দীপাবলি উৎসবের একদিন পরে অর্থাৎ ২৫ অক্টোবর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছিল।

সড়ক ও ভবন বিভাগের মন্ত্রী জগদীশ পাঞ্চাল বলেছেন, ‘সেতুটি পৌর কর্পোরেশনের আওতাভুক্ত। কর্পোরেশনের কর্মকর্তারা জানান, সেতুটির ধারণক্ষমতা ১০০ জন হলেও রোববার ছুটির দিন থাকায় দুর্ঘটনার সময় সেতুতে ৪০০/৫০০ লোক জড়ো হয়েছিল। এ কারণে মাঝখান থেকে ভেঙে পড়ে সেতুটি।’ 

প্রধান বিরোধীদল কংগ্রেস রাজ্য ক্ষমতাসীন বিজেপি সরকারকে টার্গেট করে বলেছে, রাজ্যে নির্বাচনের তাড়াহুড়োয় বিজেপি মানুষের জন্য তাড়াতাড়ি সেতুটি খুলে দিয়েছে। কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, ‘গুজরাটের মোরবিতে সেতু দুর্ঘটনার খবর খুবই দুঃখজনক। আমি সমস্ত কংগ্রেস কর্মীদের কাছে এই দুর্ঘটনায় আহতদের সম্ভাব্য সবরকম সাহায্য করার জন্য অনুরোধ করছি।’

উদ্ধার অভিযান

মোরবির এই ঝুলন্ত সেতু ১৪৩ বছরের পুরোনো। সেতুটি শুধু গুজরাটের মোরবি নয়, সারা দেশের জন্য একটি ঐতিহাসিক ঐতিহ্য। ১৮৭৯ সালের ২০ ফেব্রুয়ারি মুম্বাইয়ের গভর্নর রিচার্ড টেম্পল সেতুটি উদ্বোধন করেছিলেন। তখন প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে এটি তৈরি করা হয়েছিল। সে সময় এই সেতু তৈরির যাবতীয় উপকরণ ইংল্যান্ড থেকেই আমদানি করা হয়েছিল। তারপর থেকে এই সেতুটি একাধিকবার সংস্কার করা হয়েছে। সম্প্রতি দীপাবলি উৎসবের আগে দুই কোটি টাকা ব্যয়ে এটিতে মেরামতের কাজ করা হয়েছিল।#  

পার্সটুডে/এমএএইচ/এমএআর/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।