গুজরাটে শরণার্থীদের নাগরিকত্ব প্রদান সম্পর্কে মমতা
‘আমরা সকলেই নাগরিক, এখানে ওসব করতে দেবো না’
-
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের গুজরাটে শরণার্থীদের নাগরিকত্ব প্রদান সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এসব রাজনীতি বন্ধ করো। গুজরাটে নির্বাচন আসছে বলে এসব করছে। আমরা এগুলো করতে দেবো না। আমরা সবাই নাগরিক। এটাই আমার তত্ত্ব।’ তিনি আজ (বুধবার) ওই মন্তব্য করেন।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) সম্পর্কে এক প্রশ্নের জবাবে বিজেপির নাম না উল্লেখ করে মমতা আজ আরও বলেন, ‘আমরা সম্পূর্ণভাবে এর বিরোধী। আমরা এর বিরোধিতা করছি। এটা কেবলমাত্র গুজরাটে নির্বাচনের কারণে ওরা এই খেলা খেলছে। আমার কাছে নির্বাচন ও রাজনীতি গুরুত্বপূর্ণ নয়, জনগণের জীবন ও তাদের অধিকার খুব গুরুত্বপূর্ণ।’ এ সম্পর্কে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি আজ বলেন, ‘যাদের ভোট নিয়ে উনি বারে বারে সরকারি ক্ষমতায় এসেছেন তাদের নাগরিকত্ব দেবেন না, এটা কতটুকু মানবিক তা চিন্তার বিষয়।’
ভারতের গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে সে রাজ্যের আনন্দ এবং মেহসানা জেলায় বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের আওতায় তাদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নির্বাচনমুখী গুজরাটে ওই ঘোষণার পর রাজ্যের বিজেপি শিবির উল্লসিত হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরোধিতায় তার পূর্বের কঠোর অবস্থানের কথা আজ আবারও পুনর্ব্যক্ত করলেন।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/ ২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।