আটকে পড়া রোহিঙ্গাদের উদ্ধারে ভারতের পাঁচটি জাহাজ
আন্দামান উপকূলে আটকে পড়েছে নৌকা; ভাসছে ১০০ রোহিঙ্গা
ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের উপকূলে একটি নৌকায় আটকা পড়েছে অন্তত ১০০ রোহিঙ্গা। দুই সপ্তাহের বেশি সময় ধরে তারা ওই নৌকায় আটকা পড়ে রয়েছে। এরইমধ্যে নৌকার ১৬ থেকে ২০ আরোহীর মৃত্যু হয়েছে। মিয়ানমারে রোহিঙ্গাদের পক্ষে কাজ করা দুটি মানবাধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার সাগরে আটকে পড়া রোহিঙ্গাদের উদ্ধারে নামে ভারতের পাঁচটি জাহাজ। শেষ পর্যন্ত ওই রোহিঙ্গাদের ভাগ্যে কী জুটেছে তা জানতে চাইলেও ভারতীয় নৌবাহিনী বিস্তারিত কিছু জানায়নি। এ বিষয়ে কোস্টগার্ডও কোনো মন্তব্য করেনি।
রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করা মানবাধিকার সংগঠন আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া বলেন, “আমরা ধারণা করছি, নৌকার প্রায় ২০ রোহিঙ্গা আরোহীর মৃত্যু হয়েছে। তাদের কেউ কেউ ক্ষুধা ও পিপাসায় মারা গেছে। অনেকেই আবার সাগরের পানিতে ঝাঁপ দেয়ার পর ডুবে মারা গেছে।”
এদিকে, নৌকাটিতে সমস্যা দেখা দেয়ায় ওই রোহিঙ্গারা দুই সপ্তাহের বেশি সময় ধরে নৌকায় আটকা পড়ে আছে বলে জানিয়েছে শরণার্থীদের মানেনবাধিকার নিয়ে কাজ করা সংগঠন এশিয়া প্যাসিফিক রিফিউজি রাইটস নেটওয়ার্ক। সংগঠনটির প্রধান লিলিয়ানে ফ্যান বলেন, “আমরা গতকাল রাতে জানতে পেরেছি, ভারতের কয়েকটি জাহাজ ওই রোহিঙ্গাদের উদ্ধারে যাচ্ছে। আশা করছি, যত দ্রুত সম্ভব ভারতের নৌবাহিনী ও কোস্টগার্ড তাদের উদ্ধার করবে। তবে এরই মধ্যে ১৬ রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে খবর আসছে।”
এর আগে সোমবার ভারত মহাসাগরে নৌকায় আটকে পড়া ১০৪ রোহিঙ্গাকে উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। ওই রোহিঙ্গারা সমুদ্রপথে ইন্দোনেশিয়ার দিকে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/২২