ডিসেম্বর ২৬, ২০২২ ১৯:০৬ Asia/Dhaka
  • মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা
    মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা

ভারতে বিজেপিশাসিত অসমে বহুলালোচিত জাতীয় নাগরিকপঞ্জি বা ‘এনআরসি’ নবায়নে  ব্যাপক দুর্নীতির কথা প্রকাশ্যে আসায় মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।   

কম্পট্রোলার  অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা ‘ক্যাগ’ রিপোর্টে ব্যাপক দুর্নীতির কথা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনৈতিক মহলে ওই ইস্যুতে তোলপাড় সৃষ্টি হয়েছে। এনআরসি  নবায়নে কোটি কোটি টাকা দুর্নীতির পাশাপাশি এনআরসির গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা করা হয়েছে।ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস এনআরসির সাবেক রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সোচ্চার হয়েছে। 

গোটা বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, এনআইএ এবং ইডিকে দিয়ে তদন্ত করার দাবি তুলেছে অসম পাবলিক ওয়ার্কস (এপিডব্লিউ)। এই প্রেক্ষাপটে গতকাল (রোববার) মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।  কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এনআরসি ইস্যুতে ‘সিবিআই’ তদন্ত চেয়েছেন। তিনি বলেন, ‘দুর্নীতি হয়ে থাকলে ব্যবস্থা নিতেই হবে। সরকারকে শুধু বিবৃতি দিলেই চলবে না। তদন্ত করতেই হবে। এনিয়ে ‘সিবিআই’ তদন্ত হোক। সরকারের কেউ এত বড় দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’  

‘এপিডব্লিউ’ –এর নেতা অভিজিৎ শর্মার কথা হল- ‘আর্থিক দুর্নীতির তদন্ত করবে ‘ইডি’-‘সিবিআই’ এবং বিষয়টির সঙ্গে যেহেতু দেশদ্রোহিতার সম্পর্ক রয়েছে, সন্দেহজনক বিদেশি, জেহাদিদের ভারতীয়করণের চেষ্টা করা হয়েছে, সেজন্য ‘এনআইএ’কে দিয়ে তদন্ত করানো হোক।’  

অভিজিৎ শর্মা বলেন, ‘এই দুর্নীতির আসল খলনায়ক হলেন প্রতীক হাজেলা। ‘ক্যাগ’ রিপোর্ট ফাঁস হয়ে যাওয়ার পর বিদেশে পালিয়ে যেতে পারেন তিনি। সেজন্য এখনই হাজেলার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হোক।’  অন্যদিকে, ‘আসু’র উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য শুদ্ধ এনআরসি চেয়ে ‘এনআরসি’ পুনরায় যাচাই করার দাবি জানিয়েছেন।  #

পার্সটুডে/এমএএইচ/২৬   

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন     

ট্যাগ