জানুয়ারি ২৯, ২০২৩ ২০:১০ Asia/Dhaka
  • ভারতের উড়িষ্যায় পুলিশ কর্মকর্তার গুলিবর্ষণে আশঙ্কাজনক অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী

ভারতের উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস এক পুলিশ কর্মকর্তার গুলিবর্ষণে গুরুতর আহত হয়েছেন। আজ (রোববার) দুপুরে চাঞ্চল্যকর ওই ঘটনায় মন্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রজরাজনগরের মহকুমা পুলিশ কর্মকর্তা গুপ্তেশ্বর ভোই বলেন,  ‘সহকারী উপপরিদর্শক গোপাল দাস গুলি চালিয়েছেন। গুরুতর আহত  অবস্থায় মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’  অন্যদিকে,  গুলি চালানো ‘সহকারী উপপরিদর্শক গোপাল দাসকে গ্রেফতার করে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়েছে তা এখনও স্পষ্ট হয়নি।

পুলিশের এক কর্মকর্তা বলেন, মন্ত্রী নব দাস একটি অনুষ্ঠানে যোগ দিতে ব্রজরাজনগরে পৌঁছেছিলেন। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে গোপাল দাস নামে একজন ‘সহকারী উপপরিদর্শক নব দাসকে লক্ষ্য করে চার/পাঁচ রাউন্ড গুলি চালায়। 

উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেছেন, ‘দুর্ভাগ্যজনক ওই হামলার ঘটনায় আমি মর্মাহত। আমি এর তীব্র নিন্দা করছি এবং তার দ্রুত আরোগ্য কামনা করছি। ক্রাইম ব্রাঞ্চকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ক্রাইম ব্রাঞ্চের সিনিয়র কর্মকর্তাদের ঘটনাস্থলে যেতে বলা হয়েছে।’ মুখ্যমন্ত্রী আজ বিকেলে মন্ত্রী নব কিশোর দাসের অবস্থার খোঁজখবর নিতে ভুবনেশ্বরের অ্যাপেলো হাসপাতালে যান। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গুলি চালিয়েছেন এক সহকারী উপপরিদর্শক। আজ  সকালে উড়িষ্যার ঝাড়সুগুড়া জেলার  ব্রজরাজনগরে গান্ধীচকের কাছে এই হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্যে প্রকাশ, কমপক্ষে চার/পাঁচটি গুলি লেগেছে  মন্ত্রী নবকিশোর দাসের বুকে।  বিজু জনতা দলের সিনিয়র নেতা নব দাস সম্প্রতি মহারাষ্ট্রের শনি শিংনাপুর মন্দিরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনার কলস দান করলে সেসময়ে তিনি আলোচনায় উঠে এসেছিলেন। #   

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৮ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ