বাজেটে আশার আলো নেই, গরীব বিরোধী বাজেট: মমতা বন্দ্যোপাধ্যায়
(last modified Wed, 01 Feb 2023 12:42:41 GMT )
ফেব্রুয়ারি ০১, ২০২৩ ১৮:৪২ Asia/Dhaka
  • বাজেটে আশার আলো নেই, গরীব বিরোধী বাজেট: মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বাজেটের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘এই বাজেট সুবিধাবাদী বাজেট। এতে আশার আলো নেই, অন্ধকারের অমাবস্যা আছে। সম্পূর্ণ গরীব বিরোধী বাজেট।’

তিনি আজ (বুধবার) বীরভূমে সরকারি পরিসেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সংসদে বাজেট পেশ করেছেন।

কেন্দ্রীয় সরকারের ওই বাজেটসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের তীব্র সমালোচনায় সোচ্চার হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের বাজেটে একটা কথাও বেকারদের জন্য বলা নেই। চাকরি বাকরি যা ছিল তাও প্রায় উঠিয়ে দিয়েছে।’তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার একটা না কী বাজেট করেছে! বাজেট, না কী অন্য কিছু? মুখে বলা হচ্ছে, দারুণ বাজেট হয়েছে! কী দারুণ? একটা কথা বেকারদের জন্য বলা নেই!’ 

মমতার অভিযোগ, ‘কেন্দ্রীয় সরকার আগের বছর একশো দিনের প্রকল্পে কাজের টাকা কমিয়েছিল। এ বার পুরো কোপ (ড্র্যাস্টিক কাট) বসিয়েছে।’মমতা বলেন, ‘একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। যারা একশো দিনের কাজ করেছে, তাদের মাইনে পর্যন্ত এখনও দেয়নি! আমাদের টাকা তোমরা আটকে রাখো কী করে? এটা কী ‘ক্রিমিনাল অফেন্স’ নয়? সংবিধানে বলা আছে  একশোদিনের কাজ করলে সময়মত টাকা দিতে হবে, এটা বাধ্যতামূলক। এটা ঐচ্ছিক নয়। এটা সাংবিধানিক।’  

পশ্চিমবঙ্গে বিভিন্ন ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি পাঠানোর সমালোচনা করে বলেন, ‘এখানে একটা উইপোকা কামড়ালেও বিজেপির নেতারা কেন্দ্রীয় টিম পাঠিয়ে দেয়। কিন্তু উত্তর প্রদেশে ক’টা পাঠানো হয়েছে? তৃণমূল কংগ্রেস করলে সবাই চোর! সবাইকে জেলে ভরে দাও। আর নিজেরা যারা বসে আছো ‘ডাকাত সরদার’! উত্তর প্রদেশের উন্নাওতে যারা ধর্ষণ করেছে, তাদের তোমরা প্যারোলে ছেড়ে দিয়েছ! এই তো তোমাদের কাজ’ বলেও কটাক্ষ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিকে, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি আজ বাজেট প্রসঙ্গে বলেন, ‘নির্মলাজী যা বলেছেন তার ফলে সমাজের সমস্ত মানুষ খুশি হবেন। ব্যক্তিগত ইনকামে ছাড় আছে।অর্থনীতিকে গতিশীল রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।কেন্দ্রীয় সরকার জনকল্যাণের জন্য যা-যা ব্যবস্থা নিয়েছে তাও বজায় থাকছে।সার্বিকভাবে মানুষ খুশি’ বলেও মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১

ট্যাগ