‘এনআরসি’ জুজু দেখিয়ে সংখ্যালঘুদের ভোট নেওয়ার চেষ্টা করছেন মমতা: শুভেন্দু
(last modified Sat, 18 Feb 2023 10:29:05 GMT )
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১৬:২৯ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, উনি জাতীয় নাগরিক পঞ্জি বা ‘এনআরসি’ জুজু দেখিয়ে সংখ্যালঘুদের ভোট নেওয়ার চেষ্টা করছেন।

গতকাল (শুক্রবার) সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ সাহার সমর্থনে কুমুর্থীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। রাজ্যের তৃণমূল বিধায়ক ও মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে। ফল ঘোষণা হবে ২ মার্চ। ওই কেন্দ্রে এবার উপনির্বাচনে তৃণমূল হয়ে লড়বেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থী হয়েছেন বায়রন বিশ্বাস। তাকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সাগরদিঘি ব্লকে মুসলিম জনসংখ্যার হার ৬৪.৬৮ শতাংশ। হিন্দু জনসংখ্যার হার ৩১.৫৬ শতাংশ। ১.৮৫ শতাংশ রয়েছেন খ্রিস্টান।    

গতকাল শুক্রবার সন্ধ্যায় সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ সাহার সমর্থনে কুমুর্থীতে নির্বাচনী জনসভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘অংকটা তা নয়, মমতা ব্যানার্জি জানেন মুর্শিদাবাদ জেলায় ৭০ ভাগ সংখ্যালঘু (মুসলিম) থাকে। মমতা ব্যানার্জি জানেন সংখ্যালঘুদের আমি চাকরি দেবো না, আমি মুর্শিদাবাদ জেলায় কাজ দেবো না। আমি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা দেবো না। আমি তাদেরকে ভালো করে শিক্ষা-স্বাস্থ্য দেবো না। তাদের এলাকার রাস্তাঘাট, পানীয় জলের উন্নয়ন করব না। তাদেরকে আমি ‘এনআরসি’র (জাতীয় নাগরিক পঞ্জি) ‘জুজু’টা দেখাব। তাদেরকে আমি বলব বিজেপি এলে (ক্ষমতায়) তোমাদেরকে মুর্শিদাবাদ থেকে তাড়িয়ে দেবে। তাদেরকে ভয় দেখাব বিজেপি হিন্দুদের পার্টি। বিজেপি এলে তোমার আযান বন্ধ হবে, তোমার ঈদ, কুরবানি বন্ধ হবে। আর তারা ২০২১ সালের মতো দলবেঁধে আমাদেরকে ভোট দেবে। এটা মমতা ব্যানার্জি জানেন।’    

শুভেন্দু বাবু মুখ্যমন্ত্রী সম্পর্কে আরও বলেন, ‘এই কেন্দ্রে ৬৪ শতাংশ সংখ্যালঘু ভোটকে তিনি ‘ফিক্সড ডিপোজিট’ মনে করেন।’ বিজেপি সাম্প্রদায়িক দল নয়, বিজেপি হিন্দু-মুসলিম বিভাজন করে না বলেও দাবি করেন বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।#

পার্সটুডে/এমএএইচ/এমএআর/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

 

ট্যাগ