ছাত্রদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও গ্রেপ্তার
(last modified Fri, 10 Mar 2023 13:15:51 GMT )
মার্চ ১০, ২০২৩ ১৯:১৫ Asia/Dhaka
  • ছাত্রদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে  ধস্তাধস্তি ও গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআইয়ের বিধানসভা অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্র ও পুলিশের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি ও গ্রেফতারের ঘটনা ঘটেছে।

এসএফআইয়ের ওই কর্মসূচিতে পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও আজ পুলিশের চোখ এড়িয়ে বামপন্থি প্রতিবাদী ছাত্র-যুবকরা বিধানসভার গেটের কাছে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময়ে তারা বিধানসভা গেটের উপরে উঠে ভিতরে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়।

আজ বিধানসভার মূল গেটের সামনে পানিকামানসহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকলেও এসএফআই কর্মী-সমর্থকরা পৌঁছে যায় অন্য গেটে। সেখান থেকে গেট পার হয়ে ভিতরে ঢুকে পড়ার চেষ্টাসহ বিক্ষোভ প্রদর্শন করেন এসএফআই কর্মী-সমর্থকরা। বিক্ষোভের খবর পেয়ে দ্রুত সেখানে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপরেই শুরু হয়ে যায় ব্যাপক ধরপাকড়। এ সময়ে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যসহ অন্যদেরকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তোলা হয়।

এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন ‘পুলিশ বলেছিল মিছিল করতে দেবে না। বিধানসভায় যেতে দেব না। সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। বিধানসভা পৌঁছে তা প্রমাণ করে দিয়েছি।’   

মূলত রাজ্যে বন্ধ স্কুল খোলার দাবি, কলেজ-বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, এবং প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এসএফআই বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল। ওই ইস্যুতে তারা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও হাতে নিয়েছিল। কিন্তু পুলিশ ওই কর্মসূচির অনুমতি দেয়নি। অন্যদিকে, নির্ধারিত কর্মসূচিতে অনড় ছিল এসএফআই। ফলে পুলিশের সঙ্গে প্রতিবাদীদের সংঘাত শুরু হয়।   

এসএফআইয়ের অভিযোগ, রাজ্যে স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ২০১১ সালের পর গত ১২ বছরে ১৪ হাজার স্কুল বন্ধ করেছে রাজ্য সরকার। বামফ্রন্ট সরকারের আমলে শিক্ষার প্রসার, জনশিক্ষা, বছরে হাজারটা করে স্কুল তৈরি হতো। তৃণমূল সরকারের সময়ে ১২ বছরে ১৪ হাজার স্কুল বন্ধ হওয়ার কথা হয়েছে। ৮ হাজার ২০৭ টা স্কুল বন্ধ করে দেওয়ার কথা হচ্ছে বলেও এসএফআইয়ের অভিযোগ।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১০  

ট্যাগ