দিল্লির যন্তর মন্তরে:
'মোদি হটাও, দেশ বাঁচাও' প্রচারাভিযান ‘আম আদমি পার্টি’র
-
সঞ্জয় সিং এমপি
ভারতে আম আদমি পার্টি (আপ) রাজধানী দিল্লির যন্তর মন্তরে 'মোদি হটাও, দেশ বাঁচাও' প্রচারাভিযান শুরু করেছে। দলটি ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ওই কর্মসূচি হাতে নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আজ (বৃহস্পতিবার) আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং এমপি এ সংক্রান্ত এক অনুষ্ঠানে বলেন, অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে স্কুলগুলো ঠিক করা হয়েছে। মনীশ সিসোদিয়া (উপমুখ্যমন্ত্রী) স্কুল ঠিক করে দিয়েছেন, স্কুলে সুইমিং পুল তৈরি করেছেন, তারপর তাকে জেলে ঢোকানো হয়েছে। আমাদের অন্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন, যিনি মহল্লা ক্লিনিক এনেছিলেন এবং স্বাস্থ্য পরিসেবার উন্নতি করেছিলেন, তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের ৪২ জন বিধায়কের বিরুদ্ধে ভুয়ো মামলা দায়ের করা হয়েছে। আম আদমি পার্টিকে এত ঘৃণা? যতই ঘৃণা করেন না কেন, দিল্লির পর পাঞ্জাবে সরকার গঠিত হয়েছে, পাঞ্জাবের ৯০ শতাংশ মানুষ শূন্য বিদ্যুৎ বিল পাচ্ছেন। মহল্লা ক্লিনিকের কাজ এগিয়ে চলছে।’
সঞ্জয় সিং আরও বলেন, আম আদমি পার্টির সরকার জনগণের জন্য কাজ করছে। তিনি এ সময়ে ‘মোদী হটাও, দেশ বাঁচাও’ শ্লোগান দেন এবং বলেন, যে ভয় পায় সে যেন শ্লোগান না দেয়। মোদীজি, আমাদের সবার বিরুদ্ধে মামলা করুন। সম্প্রতি ‘মোদী হটাও, দেশ বাঁচাও’ পোস্টার ইস্যুতে দিল্লিতে শতাধিক এফআইআর হয়েছে এবং কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
‘আপ’ নেতা এবং দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেন, ৩০ মার্চ সারা দেশে 'মোদী হটাও, দেশ বাঁচাও'-এর পোস্টার লাগানো হবে, দেখা যাবে কত এফআইআর করেন? দিল্লিতে যখন 'মোদি হটাও, দেশ বাঁচাও'-এর পোস্টার লাগানো হয়, তখন তারা ভয় পেয়ে গেছে। আমি ইতিহাসে আগ্রহী। ইতিহাস অনুসন্ধান করলে দেখা যাবে যে ব্রিটিশদের সময়েও পোস্টারের জন্য ১২৬টি এফআইআর হয়নি বলেও মন্তব্য করেন আপ নেতা গোপাল রাই।#
পার্সটুডে/এমএএইচ/এনএম/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।