দিল্লিতে মুসলিমদের নিয়ে বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়ায় বিজেপি নেতার বিরুদ্ধে মামলা 
(last modified Mon, 10 Apr 2023 06:41:59 GMT )
এপ্রিল ১০, ২০২৩ ১২:৪১ Asia/Dhaka
  • দিল্লিতে মুসলিমদের নিয়ে বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়ায় বিজেপি নেতার বিরুদ্ধে মামলা 

ভারতের রাজধানী দিল্লিতে এক অনুষ্ঠানে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিজেপি নেতা জয় ভগবান গোয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  

বিজেপি নেতা জয় ভগবান গোয়াল বলেছেন, আমরা যদি ‘ত্রিশূল’ নিয়ে রাস্তায় না আসি তাহলে ৫ থেকে ৭ বছরের মধ্যে ভারত ‘মুসলিম রাষ্ট্রে’ পরিণত হবে। ওই ইস্যুতে দিল্লি পুলিশ জয় ভগবান গোয়ালের উসকানিমূলক বক্তব্যের অভিযোগে মামলা করেছে। জানা গেছে, শ্রী গোয়াল বিজেপির সিনিয়র নেতার পাশাপাশি তিনি ‘ইউনাইটেড হিন্দু ফন্ট’-এর আন্তর্জাতিক নির্বাহী সভাপতি।

ইউনাইটেড হিন্দু ফ্রন্ট উত্তর-পূর্ব দিল্লিতে হিন্দু রাষ্ট্রের জন্য একটি পঞ্চায়েতের আয়োজন করেছিল। এই কর্মসূচিতে বিজেপির অনেক নেতাও শামিল হয়েছিলেন। গতকাল (রোববার) তিনি ওই কর্মসূচিতে বলেন, আমরা যদি হাতে ত্রিশূল নিয়ে সড়কে না আসি, তাহলে ৫/৭ বছরের মধ্যে ভারত মুসলিম রাষ্ট্রে পরিণত হবে। শুধু তাই নয়, তিনি মুসলমানদের অর্থনৈতিক বয়কটের ডাক দেন এবং সবাইকে হিন্দু রাষ্ট্র গঠনের লক্ষ্য রাখতে বলেন। একইসঙ্গে তিনি সংখ্যালঘুদের কাছে তাদের সম্পত্তি বিক্রি বা ভাড়া না দেওয়ার জন্য এলাকার বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। 

গোয়াল বলেন, ‘আমরা প্রথমে উত্তর-পূর্ব দিল্লিকে একটি হিন্দু রাষ্ট্রের জেলায় পরিণত করব এবং তারপরে সমগ্র দেশকে একটি ‘হিন্দু রাষ্ট্র’ করব।’উত্তর-পূর্ব দিল্লিতে বিগত দাঙ্গার কথা উল্লেখ করে এলাকাটিকে একটি মিনি পাকিস্তানে রূপান্তরের ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ করেন বিজেপি নেতা জয় ভগবান গোয়াল। ওই অনুষ্ঠানে দিল্লি বিজেপির কোষাধ্যক্ষ রাম অবতার গুপ্তা এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সত্যনারায়ণ জাটিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

২০২০ সালে, উত্তর-পূর্ব দিল্লিতে ভয়াবহ দাঙ্গা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি রাতে।  দাঙ্গায় ৫৩ জন নিহত এবং ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন। সংশোধিত নাগরিকত্ব আইন ‘সিএএ’র সমর্থক এবং ‘সিএএ’-বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে   সংঘর্ষ হলে বাড়িঘর, যানবাহন ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করেছিল। 

এদিকে, বিজেপির দিল্লি ইউনিটের একজন মুখপাত্র বলেছেন, ওই অনুষ্ঠানটি পার্টির দ্বারা অনুমোদিত নয় এবং গোয়ালের দলে কোনও পদ নেই। প্রসঙ্গত, সম্প্রতি সুপ্রিম কোর্ট ধর্ম সংসদে বিদ্বেষ বক্তব্য মামলায় অশালীন ভাষা ব্যবহারের ক্ষেত্রে এফআইআর এবং চার্জশিট দাখিল করতে বিলম্বের জন্য দিল্লি পুলিশকে তিরস্কার করেছিল।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১০