কাশ্মীরে আটক আরও ১ চিকিৎসক, গাড়ি ঘিরে রহস্য ঘনীভূত
https://parstoday.ir/bn/news/event-i153974-কাশ্মীরে_আটক_আরও_১_চিকিৎসক_গাড়ি_ঘিরে_রহস্য_ঘনীভূত
ভারতের দিল্লি বিস্ফোরণ নিয়ে চাঞ্চল্যকর নতুন তথ্য সামনে এসেছে। গ্রেপ্তার হয়েছেন তাজমুল আহমেদ নামে আরও এক চিকিৎিসক।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ১২, ২০২৫ ১৯:১৯ Asia/Dhaka
  • দিল্লি বিস্ফোরণ নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য
    দিল্লি বিস্ফোরণ নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য

ভারতের দিল্লি বিস্ফোরণ নিয়ে চাঞ্চল্যকর নতুন তথ্য সামনে এসেছে। গ্রেপ্তার হয়েছেন তাজমুল আহমেদ নামে আরও এক চিকিৎিসক।

আজ বুধবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় ভওেত গোয়েন্দা সংস্থা। রাজ্যের করণ সিং নগর এলাকা থেকে ওই চিকিৎসককে আটক করা হয়েছে। ডা. তাজমুল আহমেদ মালিক শ্রীনগরের একটি হাসপাতালে কর্মরত।নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা কর্মকর্তারা।

তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিল্লি বিস্ফোরণের তদন্তে এরইমধ্যে একাধিক চিকিৎসকের নাম সামনে এসেছে। আগেই গ্রেপ্তার করা হয়েছে দুই চিকিৎসককে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে ডা.তাজমুলের নাম এসেছিল তদন্তকারীদের হাতে? তবে দিল্লি বিস্ফোরণের সঙ্গে তাজমুলের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে দিল্লি বিস্ফোরণের পরেই তদন্তকারীরা বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই ২০ গাড়িটি নিয়ে খোঁজখবর নিচ্ছেন! বিস্ফোরণের আগে গাড়িটির সম্পূর্ণ লোকেশন খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা। আর তা খতিয়ে দেখতে গিয়েই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। বিস্ফোরণের আগে গাড়িটি ফরিদাবাদের আল-ফালাহ মেডিক্যাল কলেজের ক্যাম্পাসেই রাখা ছিল।

গত ২৯ অক্টোবর থেকে প্রায় ১০ নভেম্বর পর্যন্ত গাড়িটি সেখানে রাখা ছিল। তাৎপর্যপূর্ণভাবে গাড়িটির পাশেই ছিল গ্রেপ্তার হওয়া চিকিৎসক মুজাম্মিল আহমেদের গাড়িও। দুটি গাড়ি কেন পাশাপাশি রাখা ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা। এমনকী কলেজ ক্যাম্পাসের মধ্যেই গাড়িটিতে বিস্ফোরক বোঝাই করা হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

শুধু তাই নয়, লালকেল্লায় বিস্ফোরণের আগে গাড়িটিকে দিল্লির একাধিক ব্যস্ততম এলাকায় দেখা গিয়েছে বলে তদন্তে উঠে এসেছে। বিশেষ করে ঘটনার দিন সকালে হরিয়ানার ফরিদাবাদের এশিয়ান হাসপাতালের সামনে সকাল ৭ টার সময় দেখা গিয়েছিল। এরপর দুপুরে টোল বুথ পেরিয়ে দিল্লিতে ঢোকে গাড়িটি। চালকের আসনে উমর নবি ছিলেন বলেই দাবি করা হয়। পেশায় তিনিও একজন চিকিৎসক। শুধু তাই নয়, তাকে দিল্লি বিস্ফোরণের অন্যতম বলে মনে করা হচ্ছে।

তথ্যে আরও উঠে এসেছে, দিল্লির অন্যতম ব্যস্ততম এলাকা কনট প্লেস এবং ময়ূর বিহারেও গাড়িটিকে দেখা গিয়েছে। কিন্তু সেই সমস্ত জনবহুল এলাকায় গাড়িটি কেন দেখা গেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জনবহুল এলাকাতে বিস্ফোরণের ছক ছিল? সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছে।#

পার্সটুডে/জিএআর/১২