পশ্চিমারা ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে কোনো কথা বলতে পারে না: নিরাপত্তা প্রধান
https://parstoday.ir/bn/news/event-i153938-পশ্চিমারা_ইরানের_ক্ষেপণাস্ত্রের_পাল্লা_নিয়ে_কোনো_কথা_বলতে_পারে_না_নিরাপত্তা_প্রধান
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন যে পশ্চিমারা তার দেশের ক্ষেপণাস্ত্র ক্ষমতাকে চাপের মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেছেন যে তারা এই বিষয়ে মন্তব্য করার কোনও অবস্থানে নেই।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ১১, ২০২৫ ১৮:৩৪ Asia/Dhaka
  • পশ্চিমারা  ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে কোনো কথা বলতে পারে না: নিরাপত্তা প্রধান

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন যে পশ্চিমারা তার দেশের ক্ষেপণাস্ত্র ক্ষমতাকে চাপের মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেছেন যে তারা এই বিষয়ে মন্তব্য করার কোনও অবস্থানে নেই।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেছেন, 'ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে বর্তমান বিতর্ক প্রকৃত নিরাপত্তা উদ্বেগের বাইরে নয় বরং দেশের প্রতিরক্ষা শক্তিকে চাপ প্রয়োগ এবং সীমাবদ্ধ করার একটি হাতিয়ার হিসেবে কাজ করছে।'  

তিনি আরো বলেন, পশ্চিমাদের ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে মন্তব্য করা অপ্রাসঙ্গিক, এই বিষয়ে তাদের জড়িত থাকার বিষয়েও প্রশ্ন তুলেন  লারিজানি। তিনি প্রশ্ন করেন,  "ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে মন্তব্য করার সাথে পশ্চিমাদের কী সম্পর্ক?" 

সাবেক পারমাণবিক আলোচক লারিজানি জোর দিয়ে বলেছেন যে পশ্চিমা দেশগুলোও ইরানি জাতির প্রতি শত্রুতা পোষণ করার অজুহাত হিসেবে পারমাণবিক ইস্যু ব্যবহার করে। তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ তেহরানকে নিয়ন্ত্রণ এবং আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে সমস্যা উত্থাপন করছে। তিনি বলেন, 'কোনো দেশেরই ইরানের প্রতিরক্ষা শক্তিতে হস্তক্ষেপ করার অধিকার নেই। এটা ইরানের স্বাধীনতার বিষয়।' 

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা বারবার ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের বিষয়ে ভবিষ্যতের যেকোনো চুক্তিতে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে। তেহরান ধারাবাহিকভাবে এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে যে তার সামরিক সক্ষমতা নিয়ে আলোচনা করা যাবে না। জুনের মাঝামাঝি সময়ে ইরান এবং তার পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন-ইসরায়েলি বিমান হামলার আগে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির প্রতিস্থাপনের বিষয়ে ইরান পাঁচ দফা আলোচনা করেছে।

লারিজানি তার বক্তব্যে ইরান-পশ্চিম সম্পর্ক এবং দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক স্বাধীনতার বিষয়ে ইসলামী বিপ্লবের অবস্থানের দিকে আরও ইঙ্গিত করে বলেন,'ইরান [অন্যান্য জাতির উপর] নিয়ন্ত্রণ চাইছে না এবং কোনো শক্তির আধিপত্যের কাছেও নতি স্বীকার করে না।'। 

পার্সটুডে/এমবিএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।