'একমাত্র তৃণমূল কংগ্রেস, বিজেপির কাছে আত্মসমর্পণ করেনি'
(last modified Wed, 12 Apr 2023 11:17:25 GMT )
এপ্রিল ১২, ২০২৩ ১৭:১৭ Asia/Dhaka
  • অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ফটো)
    অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ফটো)

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, একমাত্র তৃণমূল কংগ্রেস, বিজেপির কাছে আত্মসমর্পণ করেনি। তিনি আজ (বুধবার) বাঁকুড়া জেলার ওন্দা ফুটবল মাঠে এক জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূল কংগ্রেসকে জ্ঞান দিচ্ছে! কী পরিস্থিতি ছিল। সিপিএমের হার্মাদ আজকে বিজেপির জল্লাদ আর বিজেপির উন্মাদ হয়েছে।’ তিনি বলেন, ‘২০১৬ সালে আপনারা সিপিএম হার্মাদদের পরাজিত করতে ভোট দিয়েছিলেন, তারা হেরেছে। আর ২০১৯ সালে আপনারা ‘ধর্মের নামে ভোট’  দিয়েছিলেন, সেজন্য হাসপাতাল নয়, শিক্ষা প্রতিষ্ঠান নয়, কলেজ নয়, ইউনিভার্সিটি নয়, ‘রাম মন্দির’ হয়েছে।’

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূল জিতলে বাংলার অধিকার বাংলার মানুষ  পাবে, আর বিজেপি জিতলে আপনার টাকা নিয়ে গিয়ে গুজরাটে ফেলবে! সুতরাং সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কার সাথে আছেন।’ তিনি বিজেপিকে নিশানা করে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘আপনি এমন রাজনৈতিক দলকে ভোট দিচ্ছেন, যে আপনার ক্ষতি করছে। আজব বিরোধী দলনেতা, আজব সাংসদ, আজব বিধায়ক, আজব দল! এরকম দল আমি বাপের জন্মে দেখিনি! আপনার ভোট নিয়ে ভোটে জিতে গিয়ে দিল্লিকে বলছে, বাংলার মানুষের প্রাপ্য টাকা আটকে রাখুন! মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ৫০০ টাকা করে ১ হাজার টাকা করে দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, আর নরেন্দ্র মোদী সরকার আধার ও প্যান কার্ড লিঙ্কের নামে আপনার থেকে নিয়ে নিচ্ছে। একদিকে, দিদির ইচ্ছে, আরেকদিকে মোদীর ইচ্ছে। কাকে সমর্থন করবেন? দিদিকে না মোদীকে বলুন?’ 

অভিষেক বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ববাদী বিজেপিকে নিশানা করে আরও বলেন, ‘এখন ‘জয় শ্রীরাম’বললে বাজারে ফ্রিতে পেট্রোল পান? না সর্ষের তেল ৫০ টাকায় পান? আমরা ‘জয় বাংলা’ বললে বিজেপির নেতারা এসে বলত, এরা তো বাংলাদেশি! আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি এসে বাংলায় বলছেন ‘জয় বাংলা’। এটা কার জয়? প্রত্যেকটা রাজ্যের টাকা ছেড়ে যারা (কেন্দ্রীয় বিজেপি সরকার) কেবল বাংলার প্রাপ্য টাকা আটকে রাখে, তাহলে সেই রাজ্যকে বাংলাদেশের চোখে কে দেখছে? বাংলাকে বাংলাদেশের চোখে কে দেখছে? বিজেপি, প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতারা’বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১২ 

ট্যাগ