কর্ণাটকে কংগ্রেস ১৫০টি আসন পাবে, বিজেপি পাবে কেবল ৪০টি: রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i122332-কর্ণাটকে_কংগ্রেস_১৫০টি_আসন_পাবে_বিজেপি_পাবে_কেবল_৪০টি_রাহুল_গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, কর্ণাটকে কংগ্রেস ১৫০টি আসন পাবে এবং ৪০ শতাংশ কমিশন নেওয়া বিজেপি কেবল ৪০টি আসনেই সীমাবদ্ধ থাকবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৩, ২০২৩ ২০:০০ Asia/Dhaka
  • কর্ণাটকে কংগ্রেস ১৫০টি আসন পাবে, বিজেপি পাবে কেবল ৪০টি: রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, কর্ণাটকে কংগ্রেস ১৫০টি আসন পাবে এবং ৪০ শতাংশ কমিশন নেওয়া বিজেপি কেবল ৪০টি আসনেই সীমাবদ্ধ থাকবে।

তিনি আজ (রোববার) বিজেপিশাসিত কর্ণাটকে এক নির্বাচনি সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। তার দাবি- কংগ্রেস ১৫০ টি আসন নিয়ে রাজ্যে সরকার গঠন করবে। রাহুল গান্ধী বলেন, রাজ্যের বিজেপি সরকার ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত  সরকার। তারা যে কোনও কাজের জন্য কমপক্ষে ৪০ শতাংশ কমিশন নেয়। এই প্রথম ঠিকাদার ইউনিয়ন প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিল যে কর্ণাটকে ৪০ শতাংশ কমিশন নেওয়া হচ্ছে। কিন্তু চিঠির জবাব দেননি প্রধানমন্ত্রী। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী মঞ্চে গিয়ে বলেন আমি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছি।’

রাহুল গান্ধী বলেন, ‘আমাদের সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর কংগ্রেস পার্টি প্রত্যেক মহিলাকে প্রতি মাসে ২ হাজার টাকা করে দেবে। প্রতি মাসে প্রত্যেক পরিবারকে ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে। প্রত্যেক মাসে পরিবারের প্রতিটি সদস্যকে ১০ কেজি করে চাল দেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতি মাসে আমরা প্রত্যেক স্নাতককে ৩ হাজার টাকা এবং ডিপ্লোমাধারীদের ১৫০০ টাকা দেবো।’  

বিজেপিকে নিশানা করে রাহুল গান্ধী আরও বলেন, ‘এবার যখন কংগ্রেস পার্টির সরকার ক্ষমতায় আসবে, তারা (বিজেপি) সেই সরকার কিনতে পারবে না কারণ তারা ১৫০টি আসন পাবে। বিজেপির ৪০ শতাংশ কমিশনের অভ্যাস, তারা ৪০ আসন পেতে চলেছে বলেও মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

কর্ণাটকে আগামী মে মাসে  বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ২২৪ আসন সমন্বিত রাজ্যটিতে এ বার রাজ্যে দেড়শোর বেশি আসনে জয়ের লক্ষ্য নিয়ে নির্বাচনী কৌশল তৈরি করছে কংগ্রেস। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে দলটি মাত্র ৭৮টি আসন জিতেছিল। দলটির দাবি-এবার তারা ১৫০ আসনে জয়ী হবে।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৩