আমরা বিজেপিকে জিরো করতে চাই:মমতা
https://parstoday.ir/bn/news/india-i122368-আমরা_বিজেপিকে_জিরো_করতে_চাই_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা বিজেপিকে জিরো করতে চাই। আজ (সোমবার) তিনি রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
এপ্রিল ২৪, ২০২৩ ১৭:৫২ Asia/Dhaka
  • আমরা বিজেপিকে জিরো করতে চাই:মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা বিজেপিকে জিরো করতে চাই। আজ (সোমবার) তিনি রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

আজ দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে বিজেপি বিরোধী জোট ইস্যুতে বৈঠক হয়েছে। পরে তারা যৌথভাবে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। আগামী লোকসভা নির্বাচনের আগে এভাবে ‘তৃণমূল’  সভানেত্রী মমতা, ‘জেডিইউ’ নেতা নীতিশ কুমার এবং ‘আরজেডি’ নেতা তেজস্বী যাদবের মধ্যে বৈঠক জাতীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।   
মমতা আজ সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা চাই বিজেপি জিরো হয়ে যাক। কিছু না করেই অনেক বড় হিরো হয়ে গিয়েছে মিডিয়ার সমর্থনে এবং ন্যারেটিভ তৈরি করে। ওরা কেবল মিথ্যে কথা বলে, ভুয়ো ভিডিও করে, মিথ্যে কথা বলে এবং গুণ্ডামি করে। এমনটা চলতে পারে না। নীতীশজি সকলের সঙ্গে কথা বলবেন। আমরাও কথা বলছি। আমরা একসঙ্গে চলব। আমাদের ব্যক্তিগত কোনও ইগো নেই। আমরা সম্মিলিতভাবে কাজ করব।' 
অন্যদিকে, রাজ্যে বিরোধীদল বিজেপির পক্ষ থেকে ওই ইস্যুতে তীব্র কটাক্ষ করা হয়েছে। বিজেপি নেতা রাহুল সিনহা কটাক্ষ করে বলেছেন, ‘কিছু অপরিতৃপ্ত আত্মা বিভিন্ন সময়ে ঘুরে বেড়ায় বিভিন্ন দিকে। ঠিক  যখন লোকসভা নির্বাচনের ঘণ্টা বাজে, তখন সেই অপরিতৃপ্ত আত্মারা এক জায়গায় মিলিত হওয়ার চেষ্টা করে। সেই কারণে আমি মনে করি অপরিতৃপ্ত আত্মার দ্বারা কোনও মহৎ কাজ হবে না। যাদের কোনও কার্যক্রম নেই, সুনির্দিষ্ট কোনও দিশা নেই। শুধুমাত্র সুবিধাবাদের জন্য কোনও একটা বৈঠক, কোনও একটা জোট, এটা কোনও কার্যকরী ভূমিকা কখনও নেয়নি, আগামী দিনেও নেবে না। রাষ্ট্রীয় খেতাব (জাতীয় মর্যাদা) তৃণমূল কংগ্রেস হারানোর পর, তৃণমূল কংগ্রেস আরও দিশাহারা হয়ে গেছে। এখন তো জাতীয় দল থেকে আঞ্চলিক দলে পরিণত হয়েছে। এ জন্য এর তার সঙ্গে মিটিং করে দলের গুরুত্বটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। বাস্তবে সারা দেশে এর কোনও গুরুত্ব নেই এবং মোদীজির সামনে এ সমস্ত বৈঠক, এ সমস্ত দলের মিলন, এগুলো কোনও মানেই রাখে না।’  

অন্যদিকে, রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল মুখপাত্র ও সংসদের উচ্চ-কক্ষ রাজ্যসভার এমপি শান্তনু সেন বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বিজেপির বিরুদ্ধে সব দলকে এক ছাতার তলায় নিয়ে আসার আহ্বান জানিয়ে আসছেন। সমমনোভাবাপন্ন দলগুলো একজোট হওয়ায় বিজেপির রাতের ঘুম উড়ে গেছে।’

সম্প্রতি দিল্লি সফরে গিয়ে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতীশ কুমার। তিনি সেসময়ে বলেছিলেন, বিরোধী জোট গঠনের উদ্দেশে তিনি সব নেতা-নেত্রীর সঙ্গে কথা বলতে চান। ওই সফরে নীতীশের সঙ্গে দেখা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিরোধী জোট নিয়ে বাম নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলেন বিহারের মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, সম্প্রতি ভুবনেশ্বরে উড়িষ্যার মুখ্যমন্ত্রী ও ‘বিজেডি’ নেতা নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতোমধ্যে মমতার সঙ্গে এসে সাক্ষাৎ করে গেছেন সমাজবাদী পার্টির প্রধান ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং জেডি(এস) নেতা এইচডি কুমারস্বামী। #

পার্সটুডে/এমএএইচ/আমির/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।