জুন ০২, ২০২৩ ১৩:২৩ Asia/Dhaka
  • রাহুল গান্ধী
    রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগকে ‘ধর্মনিরপেক্ষ’ বলায় হিন্দুত্ববাদী বিজেপি ও কংগ্রেসের মধ্যে পাল্টাপাল্টি বাকযুদ্ধ শুরু হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদ সম্মেলন করেন রাহুল গান্ধী। সেখানে বিজেপির ‘সাম্প্রদায়িকতা এবং মেরুকরণের রাজনীতি’ প্রসঙ্গে একটি প্রশ্নে উঠে আসে কেরালায় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোটের শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)-এর প্রসঙ্গ। জবাবে রাহুল গান্ধী বলেন, ‘মুসলিম লিগ একটি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দল। মুসলিম লিগের কার্যকলাপ ধর্মনিরপেক্ষ। আমি মনে করি, ওই ব্যক্তি (যিনি প্রশ্নটি করেছেন) মুসলিম লিগ সম্পর্কে তেমন পড়াশোনা করে আসেননি।’ 

রাহুল গান্ধীর এ ধরণের মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিজেপি। বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেছেন, ‘ভারত ভাগের জন্য দায়ী জিন্নাহর দল মুসলিম লিগকে ধর্মনিরপেক্ষ বলেছেন রাহুল! আসলে ওয়েনাড়ে ভোটে জেতার বাধ্যবাধকতাই তার এমন মন্তব্যের কারণ।’

 অমিত মালব্য

অন্যদিকে, কংগ্রেস নেতা  ও দলটির গণমাধ্যম ও প্রচার বিভাগের চেয়ারম্যান পবন খেরা বিজেপি নেতা অমিত মালব্যের পাল্টা জবাবে কটাক্ষ করে বলেছেন, ‘আপনি কী অশিক্ষিত? জিন্নাহর মুসলিম লিগ এবং কেরালার মুসলিম লিগের মধ্যে ফারাকটাই আপনি জানেন না? জিন্নাহর  মুসলিম লিগ ছিল যার সঙ্গে আপনার পূর্বসূরিদের জোট ছিল এবং পরে বিজেপি জোট করেছিল।’

কংগ্রেস নেতা পবন খেরা ওই ইস্যুতে ২০১২ সালের নাগপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লিগের দুই সদস্যকে বিজেপিতে শামিল করা সংক্রান্ত একটি প্রতিবেদনও উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, ভারতের কেরালা রাজ্যের রাজনীতিতে বিভিন্ন সময়ে মুসলিম লিগের কয়েকটি গোষ্ঠী কংগ্রেস এবং বামফ্রন্টের সহযোগী হয়েছে। বিজেপি  ও উগ্র হিন্দুত্ববাদী ‘আরএসএস’ গোড়া থেকেই এ বিষয়ে খোঁচা দিয়েছে তাদের।#

পার্সটুডে/এমএএইচ/এমএআর/২               

ট্যাগ