স্বাধীনতা ইস্যুতে আরএসএস প্রধানের বক্তব্য রাষ্ট্রদ্রোহ: রাহুল গান্ধী
(last modified Wed, 15 Jan 2025 14:14:35 GMT )
জানুয়ারি ১৫, ২০২৫ ২০:১৪ Asia/Dhaka
  • রাহুল গান্ধী
    রাহুল গান্ধী

ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের কঠোর সমালোচনা করেছেন।

তিনি আজ (বুধবার) কংগ্রেসে দলের নতুন সদর দপ্তর উদ্বোধনের সময় বলেন, দেশের স্বাধীনতা নিয়ে যে মন্তব্য সংঘ প্রধান করেছেন, অন্য দেশ হলে তাকে গ্রেপ্তার করা হতো। বিচারের মুখোমুখি করা হতো।

রাহুল বলেন, ‘মোহন ভাগবত প্রত্যেক দেশবাসীকে অপমান করেছেন। অসম্মান করেছেন। সংবিধানের অমর্যাদা করেছেন এই মন্তব্য করে যে সংবিধান আমাদের স্বাধীনতার প্রতীক নয়। গত মঙ্গলবার ইন্দোরে এক অনুষ্ঠানে মোহন ভাগবত বলেছিলেন, ১৯৪৭ সালে নয়, ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে যেদিন অযোধ্যায় রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ওই দিনেই দেশের সার্বভৌমত্ব নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে।

আজ রাহুল বলেন, দুই–তিন দিন অন্তর মোহন ভাগবত ভারতের স্বাধীনতা ও স্বাধীনতা আন্দোলন নিয়ে ঔদ্ধত্যের সঙ্গে নিজের ভাবনার কথা শোনাচ্ছেন। মঙ্গলবার তিনি যা বলেছেন, তা দেশদ্রোহ। কারণ, তিনি দেশের সংবিধানকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। অস্বীকার করেছেন। ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামকে অস্বীকার করেছেন। এতটাই তার ঔদ্ধত্য যে সেসব কথা বলেছেন প্রকাশ্যে। এটা দেশদ্রোহ। অন্য কোনো দেশ হলে এ জন্য তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হতো।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।