ওডিশায় এক দিনের শোক
ভারতের উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত ২৮৮, আহত ৮৫০
ভারতের উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৮৮ জন নিহত এবং ৮৫০ জন মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওডিশা ফায়ার সার্ভিসের মহাপরিচালক সুধাংশু সারেঙ্গি এএফপিকে এ তথ্য জানিয়েছেন। গতকাল (শুক্রবার) সন্ধ্যা সাতটার দিকে ওডিশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক আজ দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে রাজ্যে আজ (শনিবার) এক দিনের শোক ঘোষণা করেছেন।
উড়িষ্যা ফায়ার সার্ভিসের মহা পরিচালক সুধাংশু ষড়ঙ্গী বলেন, আমাদের ১৪টি টিম উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। তারা প্রায় ৪০০ জনকে উদ্ধার করেছে।
ভয়াবহ ওই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ও অন্য জাতীয় নেতৃবৃন্দ। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তারা কংগ্রেস কর্মী ও নেতাদের যতটা সম্ভব উদ্ধারে সাহায্য করার আবেদন জানান।
রাতেই ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নিহতদের পরিবারের জন্য ১০ লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। তিনি আরও জানান, গুরুতর আহত যাত্রীদের ২ লাখ এবং স্বল্প আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা দেবে রেল। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও নিহতদের পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা করে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে।
গতকাল দিবাগত (শুক্রবার) সন্ধ্যা ৭টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস ট্রেন। এটি দুপুর সওয়া ৩টা নাগাদ পশ্চিমবঙ্গের হাওড়ার অদূরে শালিমার স্টেশন থেকে ছেড়েছিল। প্রায় চার ঘন্টা পরে উড়িষ্যার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি।
রেল মন্ত্রণালয়ের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, ‘সন্ধ্যা ৭টা নাগাদ চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের ১০ থেকে ১২টি কামরা বালেশ্বরের কাছে বেলাইন হয়। সেই কামরাগুলো ছিটকে পড়ে পাশের লাইনে। সেই লাইনে হাওড়াগামী বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেস আসছিল। সেই ট্রেনটির সঙ্গে করমণ্ডল এক্সপ্রেসের ছিটকে-পড়া কামরাগুলোর সংঘর্ষ হয়। এতে হাওড়াগামী ট্রেনটিরও দু’টি কামরা বেলাইন হয়ে যায়।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১২ জন চিকিৎসকসহ ২৫টি অ্যাম্বুলেন্স, দু’টি শববাহী যান গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছে।
পার্সটুডে/এমএএইচ/এমএআর/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।