ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে যাত্রীবাহী ট্রেন চালু; হেরাতে ইরানি ট্রাক্টর উৎপাদন
-
• হেরাতে একটি ইরানি ট্র্যাক্টর উৎপাদন প্রকল্প
পার্সটুডে - ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী মাশহাদ থেকে সারাখস এবং মারভ পর্যন্ত ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে একটি পরীক্ষামূলক যাত্রীবাহী ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন।
ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী ফারজানেহ সাদেক সোমবার বলেছেন যে ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে একটি যাত্রীবাহী রেলপথ চালুর বিষয়টি বিবেচনাধীন রয়েছে, যা মধ্যএশিয়ার অন্যান্য দেশগুলির সাথে যোগাযোগ সহজতর করতে সহায়তা করবে। ইরানি সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, সাদেক আগামী দুই মাসের মধ্যে তেহরানে ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে একটি যৌথ অর্থনৈতিক কমিশন আয়োজনের চুক্তির ঘোষণা করেছেন, যার ফলে অনেক চুক্তি বাস্তবায়ন হবে। উত্থাপিত বিষয়গুলির মধ্যে ছিল গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, কারিগরি ও প্রকৌশল পরিষেবা রপ্তানি এবং আত্রাক-গামদাক সড়ক প্রকল্প।
হেরাতে ইরানি ট্র্যাক্টর উৎপাদন প্রকল্প
অন্য খবরে, হেরাতের ডেপুটি মেয়র মৌলভী জালালুদ্দিন হকদুস্ত হেরাতের প্রধান চত্বরে ট্রাক্টর প্রতীকের নামকরণ ও উন্মোচন অনুষ্ঠানে বলেছেন: "ট্রাক্টর প্রতীক স্থাপন ইরান ও আফগানিস্তানের দুটি বন্ধুত্বপূর্ণ এবং প্রতিবেশী দেশের মধ্যে ঐক্য, অখণ্ডতা এবং সংহতির প্রতীক।" আফগান কর্মকর্তা এবং ব্যবসায়ীরা হেরাতে একটি ইরানি ট্র্যাক্টর উৎপাদন প্রকল্প স্থাপনের জন্য একটি অনুরোধ জানিয়ে আশা করছেন যে এই অনুরোধটি ইরানি পক্ষ এবং ইরানি ট্র্যাক্টর উৎপাদনকারী কর্মকর্তারা স্বাগত জানাবেন। এর আগে, আফগানিস্তানের হেরাতে ইরানের কনসাল জেনারেল মোহাম্মদ সাদেকিফার্দ বলেছিলেন: "ইরানের ট্র্যাক্টর উৎপাদন এবং হেরাতে এর প্রতিনিধিত্ব দুই দেশের সহযোগিতার সক্ষমতার প্রতীক।"#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।