মণিপুর ইস্যুতে লোকসভা ও রাজ্যসভা উত্তাল, অধিবেশন মুলতুবি, মোদীর কটাক্ষ
https://parstoday.ir/bn/news/india-i125984-মণিপুর_ইস্যুতে_লোকসভা_ও_রাজ্যসভা_উত্তাল_অধিবেশন_মুলতুবি_মোদীর_কটাক্ষ
ভারতে বিজেপিশাসিত অশান্ত মণিপুর ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে বিরোধীদলীয় এমপিরা সংসদে তোলপাড় সৃষ্টি করায় আজ অধিবেশনের কাজকর্ম শুরুতেই স্থগিত হয়ে যায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৫, ২০২৩ ১৪:৫৩ Asia/Dhaka
  • মণিপুর ইস্যুতে লোকসভা ও রাজ্যসভা উত্তাল, অধিবেশন মুলতুবি, মোদীর কটাক্ষ

ভারতে বিজেপিশাসিত অশান্ত মণিপুর ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে বিরোধীদলীয় এমপিরা সংসদে তোলপাড় সৃষ্টি করায় আজ অধিবেশনের কাজকর্ম শুরুতেই স্থগিত হয়ে যায়।

আজ (মঙ্গলবার) সকাল ১১টায় অধিবেশনের কাজকর্ম শুরু হতেই বিরোধী এমপিরা মণিপুর ইস্যুতে হটগোল শুরু করলে সংসদের নিম্নকক্ষ লোকসভার স্পিকার বেলা ২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন। অন্যদিকে, রাজ্যসভায় বিরোধীদের হৈচৈয়ের জেরে বেলা ১২টা পর্যন্ত অধিবেশনের কাজকর্ম মুলতুবি করে দিতে বাধ্য হন চেয়ারম্যান জগদীপ ধনখড়। পরবর্তীতে অবস্থার পরিবর্তন না হলে দুপুর ২টা পর্যন্ত অধিবেশনের কাজকর্ম স্থগিত করা হয়।    

এদিকে, আজ সকালে বিজেপি সংসদীয় দলের বৈঠকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলীয় জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স (INDIA/ইন্ডিয়া) নামকে ব্রিটিশদের ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’, এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী ‘ইন্ডিয়ান মুজাহিদিন’-এর সাথে তুলনা করেছেন। তিনি বলেন, এতে জনগণ বিভ্রান্ত হবে না। জানা গেছে, সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘ইন্ডিয়া নাম নিলেই কিছু হয় না। ইস্ট  ইন্ডিয়া কোম্পানিতেও ‘ইন্ডিয়া’ শব্দ ছিল। ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গেও ‘ইন্ডিয়া’র নাম রয়েছে।’  

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে একজোট হয়েছে বিজেপি বিরোধী বিভিন্ন দল। বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে জোটের নাম ‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়ান্স) ঠিক করা হয়েছে। এরপরেই বিরোধী জোটের ‘ইন্ডিয়া’ নাম নিয়ে কটাক্ষে মাঠে নেমেছে গেরুয়া শিবির।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেও এনিয়ে কটাক্ষ করেছিলেন। এবার ফের ওই নাম নিয়ে তীব্র কটাক্ষ করলেন এমনকী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামের তুলনাও টেনেছেন। প্রধানমন্ত্রীকে মোদীকে উদ্ধৃত করে বিজেপির কেন্দ্রীয় নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘INDIA নাম রেখে নিজেদের প্রশংসা করে ওরা। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইন্ডিয়ান মুজাহিদিন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-ও INDIA শব্দের ব্যবহার করে।INDIA নাম ব্যবহার করলেই হয় না। দেশের নাম ব্যবহার করে বিভ্রান্ত করা যায় না মানুষকে।’  

অন্যদিকে, রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন  খাড়গে প্রধানমন্ত্রীর বক্তব্যে আপত্তি জানিয়েছেন। তিনি বলেন, আমরা মণিপুরের কথা বলছি এবং প্রধানমন্ত্রী ‘ইন্ডিয়া’কে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা করছেন। আরে, আপনি মণিপুরের বিষয়ে কথা বলুন না। হট্টগোলের পরে, চেয়ারম্যান জগদীপ  ধনখড় দুপুর ২টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। সভায় হট্টগোলের আগে বিরোধী দলের বৈঠক হয়। বিরোধীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে ‘ইন্ডিয়া’ নামকরণ নিয়ে কৌশলে মোদী সরকারকে ‘চাপে’ ফেলেছেন বিরোধীরা। প্রধানমন্ত্রীর কণ্ঠে বার বার শোনা যায় ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগান। এ বার সেই ‘ইন্ডিয়া’ শব্দটিই বিজেপি বিরোধী জোটের নামের সঙ্গে যুক্ত হয়েছে। এর ফলে পদ্মশিবিরের (বিজেপির প্রতীক পদ্মফুল) অস্বস্তি বেড়েছে বলে মনে করা হচ্ছে।# 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।