কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এমপি পদ ফিরতেই ‘ইন্ডিয়া’ জোটের উচ্ছ্বাস
https://parstoday.ir/bn/news/india-i126546-কংগ্রেস_নেতা_রাহুল_গান্ধীর_এমপি_পদ_ফিরতেই_ইন্ডিয়া’_জোটের_উচ্ছ্বাস
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপি পদ ফিরে পেয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৭, ২০২৩ ১৮:৪৩ Asia/Dhaka
  • কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এমপি পদ ফিরতেই ‘ইন্ডিয়া’ জোটের উচ্ছ্বাস

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপি পদ ফিরে পেয়েছেন।

তিনি আজ (সোমবার) সংসদ ভবন চত্বরে পৌঁছলে কংগ্রেস নেতাদের পাশাপাশি বিজেপি বিরোধী 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' বা ‘ইন্ডিয়া’ জোটের নেতারা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা এ সময়ে রাহুল গান্ধী এগিয়ে চলুন, দেশবাসী আপনার সাথে আছে স্লোগান দেন। কেউ কেউ এ সময়ে ‘ইন্ডিয়া-ইন্ডিয়া’  স্লোগানও দেন।

অন্যদিকে, দিল্লির ১০ জনপথে সোনিয়া গান্ধীর বাসভবনের সামনেও ঢোল-নাকাড়া ইত্যাদি নিয়ে কংগ্রেস সমর্থকদের আনন্দে নাচতে দেখা যায়। এ সময়ে তারা ‘সত্যের জয় অবশ্যম্ভাবী’, ‘রাহুল গান্ধী আন্দোলন করুন, আমরা আপনার সাথে আছি’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

গত ২৪ মার্চ রাহুল গান্ধীর এমপি পদ খারিজ করেছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আজ (সোমবার) সকালে তার এমপি পদ ফেরানোর ঘোষণা করা হয় লোকসভার স্পিকারের সচিবালয়ের পক্ষ থেকে। অবশেষে ১৩৬ দিন পর সংসদে ফিরলেন কেরলের ওয়েনাড়ের লোকসভা এমপি রাহুল গান্ধী।      

গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে 'মোদী' পদবি অবমাননা মামলায় আদালত দোষী সাব্যস্ত ও সাজা ঘোষণা করার পরের দিনই তড়িঘড়ি তার এমপি পদ খারিজের বিজ্ঞপ্তি জারি করেছিল লোকসভার স্পিকারের সচিবালয়।  ‘মোদী’ পদবি অবমাননা মামলায় সুরাটের নিম্ন আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন রাহুল। দু’বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সুরাটের নিম্ন আদালতের সেই রায়ের উপর গত (শুক্রবার) অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরেই রাহুলের এমপি পদ ফিরে পাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যায়।

গত মার্চ মাসে সুরাট আদালতের রায়ের পরই লোকসভায় এমপি পদ হারান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে গত শুক্রবার স্বস্তি পান রাহুল।

এদিকে, রাহুল গান্ধীর এমপি পদ ফিরে আসায় কংগ্রেস বাড়তি অক্সিজেন পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একইসঙ্গে আত্মবিশ্বাস বেড়েছে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র। আজই রাহুল গান্ধী এমপি পদ ফিরে পাওয়ায় সমস্ত বিরোধী নেতাদের মিষ্টি মুখ করিয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এমপি।  #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৭   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন