যারা জাতপাত ও সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভোট চায়, তাদের জবাব দিন : প্রিয়াঙ্কা গান্ধী
(last modified Thu, 21 Sep 2023 13:03:18 GMT )
সেপ্টেম্বর ২১, ২০২৩ ১৯:০৩ Asia/Dhaka
  • যারা জাতপাত ও সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভোট চায়, তাদের জবাব দিন : প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, জাতপাত ও সাম্প্রদায়িকতার ভিত্তিতে যারা ভোট চায়, তাদের জবাব দিতে বলেছেন। ধর্মকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন।

আজ (বৃহস্পতিবার) প্রিয়াঙ্কা গান্ধী ছত্তিসগড়ের ভিলাইয়ের জয়ন্তী স্টেডিয়ামে আয়োজিত রাজ্য স্তরের মহিলা সমৃদ্ধি সম্মেলনে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন। মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব ইস্যুতে প্রধানমন্ত্রীকে টার্গেট করে প্রিয়াঙ্কা বলেন, প্রধানমন্ত্রীর শিল্পপতি বন্ধুরা কোটি কোটি টাকা আয় করছেন।অন্যদিকে, দেশের কৃষক দৈনিক ২৭ টাকা আয় করেন। গ্যাস সিলিন্ডার ও তেলের দাম এতটাই বেড়েছে যে, গরিব মানুষ কষ্ট পাচ্ছে।

তিনি বলেন, জনগণ যাতে সরকারকে প্রশ্ন না করতে পারে সেজন্য তাদের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। প্রিয়াঙ্কা এ সম্পর্কে বিজেপিকে টার্গেট করে বলেন, ‘তখনকার রাজনীতি আর এখনকার রাজনীতির মধ্যে অনেক পার্থক্য। জনগণ তখন সচেতন ছিল এবং এখনও সচেতন, কিন্তু এখন তার আবেগ নিয়ে খেলা হচ্ছে। ধর্মের কথা বলা হচ্ছে, জাতপাতের কথা বলা হচ্ছে এবং এগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এগুলো রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় কারণ যখন আপনার মনোযোগ সেই দিকে থাকে যেখানে আপনার আবেগ রয়েছে। আপনার ধর্ম বা বর্ণের কথা হলে, আপনি জিজ্ঞাসা করবেন না কেন আপনি আমার রাস্তা ঠিক করলেন না, আপনি জিজ্ঞাসা করবেন না কেন আমার জন্য পানি আসছে না, আপনি জিজ্ঞাসা করবেন না কেন আপনি আমার স্বামীর চাকরির ব্যবস্থা করলেন না?’  

কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে তিনি বলেন, এটা একটা বিশাল রাজনৈতিক ষড়যন্ত্র। আপনি যাতে সঠিক প্রশ্ন করতে না পারেন সেজন্য জনগণের মনোযোগ অন্য দিকে সরানো হচ্ছে। দুঃখের বিষয় এই রাজনীতিই চলছে।

প্রিয়াঙ্কা বলেন, সম্প্রতি জি ২০ সম্মেলনের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেউ বলেনি যে এটা খারাপ জিনিস। দেশের মান-সম্মান বাড়ে এটাই ভালো। যশোভূমি তৈরিতে ২৭ হাজার কোটি টাকা খরচ হয়েছে। নয়া সংসদ ভবন তৈরিতে তিনি ২০ হাজার কোটি টাকা খরচ করেছেন। কিন্তু কেন মূল্যস্ফীতি বেড়েছে, কেন আপনার সড়ক ভাঙা, আপনি কেন কর্মসংস্থান পাচ্ছেন না তার উত্তর দিতে পারছেন না বলেও মন্তব্য করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। # 

 

পার্সটুডে/এমএএইচ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।