ভারতের ৫ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ৪টিতেই জিতবে কংগ্রেস: রাহুল গান্ধী
-
রাহুল গান্ধী
ভারতে চলতি বছরের শেষের দিকে পাঁচ রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনে ৪টিতেই জয়ের দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
তিনি আজ (রোববার) দিল্লিতে একটি অনুষ্ঠানে বলেন, তার দল তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের নির্বাচনে জিততে চলেছে। প্রসঙ্গত, চলতি বছরের শেষের দিকে, রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিসগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
যে পাঁচ রাজ্যে নির্বাচন রয়েছে তার মধ্যে মধ্য প্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। কিন্তু গোষ্ঠীকোন্দলের জেরে চাপে রয়েছে বিজেপি। এ ছাড়া ছত্তিসগড় ও রাজস্থান কংগ্রেস শাসিত ও তেলেঙ্গানা বিআরএসের দখলে রয়েছে। অন্যদিকে, মণিপুরের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির জেরে বেজায় চটে রয়েছে মিজোরামে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটসঙ্গী ‘এমএনএফ’। সবমিলিয়ে পাঁচ রাজ্যে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচন কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপির কাছে বেশ চ্যালেঞ্জের।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও জয়ের দাবি করে বলেছেন, বিজেপি এই নির্বাচনে অবাক হয়ে যাবে। বিজেপিশাসিত কর্ণাটকে কংগ্রেসের জয়ী হওয়ার কথা উল্লেখ করে রাহুল বলেন, কর্ণাটকে কংগ্রেস একটি খুব গুরুত্বপূর্ণ পাঠ শিখেছে এবং এখন সেই অনুযায়ী কাজ করা হচ্ছে। প্রসঙ্গত, গত মে মাসে কর্ণাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কাছে পর্যুদস্ত হয়েছে হিন্দুত্ববাদী বিজেপি।
রাহুল গান্ধী বলেন, বিজেপি মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে নির্বাচনে জয়ী হয়, কিন্তু এখন আমরা এটা আর হতে দেবো না। আমরা এটা মোকাবেলা করতে শিখেছি। কর্ণাটকে আমরা তা স্পষ্ট দেখিয়ে দিয়েছি। বিজেপি যতই চেষ্টা করুক না কেন, আমরা এতে বিভ্রান্ত হবো না।
কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী আজ বলেন, আমরা অবশ্যই মধ্য প্রদেশ এবং ছত্তিশগড় জিততে যাচ্ছি এবং তেলেঙ্গানাতেও কংগ্রেসই জিতবে। রাজস্থানেও কংগ্রেস জয়ের খুব কাছাকাছি আছে। তিনি পূর্ণ আশাবাদী যে কংগ্রেস এই রাজ্যগুলো জিততে সম্পূর্ণ সক্ষম। রাহুল বলেন, বিজেপিও এটা জানে। সেখানেও ভেতরে ভেতরে এসব কথা চলছে।
তিনি বলেন, ভারতের প্রধান সমস্যাগুলো হল- ব্যাপক বেকারত্ব, স্বাস্থ্য, ওবিসি এবং উপজাতি সম্প্রদায়ের প্রতি অবিচার এবং মুদ্রাস্ফীতি। বিজেপি এই ইস্যুগুলোকে মোকাবেলা করতে পারছে না, তাই এক দেশ, এক নির্বাচন, দেশের নাম বদলের মতো ইস্যুতে মানুষের মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। আমরা সকলেই তা জানি এবং আমরা তাদের সফল হতে দেবো না বলেও মন্তব্য করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি। #
পার্সটুডে/এমএএইচ/এমএআর/২৩