৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে সবকটিতেই জয়ী হবে কংগ্রেস: রাহুল গান্ধী  
https://parstoday.ir/bn/news/india-i129500-৫_রাজ্যের_বিধানসভা_নির্বাচনে_সবকটিতেই_জয়ী_হবে_কংগ্রেস_রাহুল_গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের সবকটিতেই কংগ্রেস জয়ী হবে বলে দাবি করেছেন। তিনি আজ (মঙ্গলবার) মিজোরামে ওই মন্তব্য করেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৭, ২০২৩ ১৯:০২ Asia/Dhaka
  • ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে সবকটিতেই জয়ী হবে কংগ্রেস: রাহুল গান্ধী  

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের সবকটিতেই কংগ্রেস জয়ী হবে বলে দাবি করেছেন। তিনি আজ (মঙ্গলবার) মিজোরামে ওই মন্তব্য করেন। 

রাহুল বলেন, ‘আমার কথাগুলো নোট করুন। তেলেঙ্গানা, মধ্য প্রদেশ, ছত্তিসগড়, রাজস্থান এবং মিজোরামে কংগ্রেস জিততে চলেছে।’ আজ মিজোরামে দলীয় একটি সমাবেশে বক্তব্য রাখার সময়ে রাহুল গান্ধী বলেন, ‘কংগ্রেস দল সব সময়ে  জনসাধারণের জন্য কাজ করে। এসময়ে তিনি কংগ্রেস-শাসিত রাজস্থান, কর্ণাটক ও ছত্তিসগড়ে জনগণের সুবিধার্থে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা উল্লেখ করেন।

রাহুল গান্ধী বিজেপিশাসিত মধ্য প্রদেশ সরকার প্রসঙ্গে বলেন, ‘আমরা মধ্য প্রদেশে দুর্নীতিগ্রস্ত বিজেপি সরকারকে সরিয়ে দেবো। আমাদের ৬টি গ্যারান্টি তেলেঙ্গানায় ব্যাপক বিজয় নিশ্চিত করবে। মিজোরামকে মডেল রাজ্যে পরিণত করতে কংগ্রেসের স্পষ্ট পরিকল্পনা রয়েছে। আমাদের উদ্যোগের মধ্যে রয়েছে আড়াই হাজার টাকা মাসিক বার্ধক্য ভাতা, রান্নার গ্যাস সিলিন্ডার ৭৫০ টাকায় দেওয়া।’ 

তিনি বলেন, বিজেপির বিপরীতে, কংগ্রেসের সমস্ত ভারতীয়দের জন্য একটি দৃষ্টিভঙ্গি রয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, মিজোরামের উভয় প্রধান দল, এমএনএফ এবং বিরোধী জেডপিএমকে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাজ্যে পা  রাখার জন্য বিজেপি ব্যবহার করছে। বিজেপি এবং আরএসএসকে টার্গেট করে রাহুল গান্ধী বলেন, দেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি আমাদের থেকে আলাদা। আমরা বিকেন্দ্রীকরণে বিশ্বাস করি, যেখানে বিজেপি বিশ্বাস করে যে সমস্ত সিদ্ধান্ত দিল্লিতে নেওয়া উচিত। 

প্রসঙ্গত, রাজস্থান, ছত্তিসগড়, মধ্য প্রদেশ, তেলেঙ্গানা ও মিজোরাম রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী নভেম্বরে। মিজোরামে নির্বাচন হবে ৭ নভেম্বর। ফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর। ভারতে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সেমিফাইনাল বলে মনে করছেন বিশ্লেষকরা।  #

পার্সটুডে/এমএএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।