দিল্লিতে রাহুল-খাড়গের রুদ্ধদ্বার বৈঠক, পরাজয়ের দায় কার?
https://parstoday.ir/bn/news/event-i154056-দিল্লিতে_রাহুল_খাড়গের_রুদ্ধদ্বার_বৈঠক_পরাজয়ের_দায়_কার
ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও আরজেডি বড় ধরনের ধাক্কা খেল। নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ-র ওপরই আস্থা রাখল বিহারের ভোটাররা। আরজেডি-কংগ্রেস নির্বাচনে হেরে গেছে। কংগ্রেস এবং রাহুল গান্ধীর জন্য এই হার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিহারে দলের খারাপ পারফরম্যান্সের পর্যালোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন মল্লিকার্জুন খাড়গে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ১৫, ২০২৫ ১৬:০০ Asia/Dhaka
  • কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী
    কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী

ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও আরজেডি বড় ধরনের ধাক্কা খেল। নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ-র ওপরই আস্থা রাখল বিহারের ভোটাররা। আরজেডি-কংগ্রেস নির্বাচনে হেরে গেছে। কংগ্রেস এবং রাহুল গান্ধীর জন্য এই হার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিহারে দলের খারাপ পারফরম্যান্সের পর্যালোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন মল্লিকার্জুন খাড়গে।

গতকাল (শুক্রবার) নির্বাচনে ভরাডুবির পর আজ শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজের বাসভবনে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন। পর্যালোচনা সভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সংগঠনের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং সিনিয়র নেতা অজয় ​​মাকেন উপস্থিত ছিলেন। বিহারের ফলাফল ঘোষণার পরেই, কংগ্রেস অভিযোগ করেছে  ব্যাপক ভোট চুরি হয়েছে। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে রাহুল গান্ধী লিখেছেন, দল এবং ইন্ডিয়া ব্লক এই পরাজয়ের একটি বিস্তারিত পর্যালোচনা করবে এবং ‘গণতন্ত্র বাঁচাতে আরও কার্যকর প্রচেষ্টা গ্রহণ করবে’।

পাশাপাশি তিনি বিহারের ভোটারদের অভিনন্দন জানিয়েছেন। যদিও, এরপরেও ফলাফলে নিজের হতাশা লুকাননি তিনি। তার দাবি, শুরু থেকেই এই নির্বাচনে ভোট চুরির কারণে পিছিয়ে ছিল বিরোধীরা। একই কথা বলেছেন খাড়গে। তিনি বলেন, মানুষের রায় মাথা পেতে নেবে কংগ্রেস। তিনি আরও বলেন, মানুষের রায় মেনে নিলেও যারা সাংবিধানিক সংস্থাগুলিকে ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করছে তার বিরুদ্ধে লড়াই চালাবে কংগ্রেস।

কংগ্রেসের পরাজয়ের পর্যালোচনার কথা স্বীকার করে খাড়গে বলেন, ‘আমরা নির্বাচনের ফলাফলের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং ফলাফলের কারণগুলি বোঝার চেষ্টা করব। বিহারের সেইসব ভোটারদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ যারা মহাজোট বন্ধনকে সমর্থন করেছেন।’

বিহার নির্বাচনের ফলাফল কংগ্রেসের জন্য লজ্জাজনক। কংগ্রেসকে প্রায়ই আইএনডিআইএ ব্লকে ‘দুর্বল লিংক’ হিসেবে দেখা হয়। এমনকী রাহুল গান্ধীর বিজেপির বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগও সাধারণ মানুষের সমর্থন পেতে ব্যর্থ হয়েছে।#

পার্সটুডে/জিএআর/১৫