অক্টোবর ২২, ২০২৩ ১৯:০৫ Asia/Dhaka
  • টি রাজা সিং
    টি রাজা সিং

প্রিয় নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যকারী বিজেপি নেতা টি রাজা সিংকে প্রার্থী করেছে দল।

এর আগে তাকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু সাসপেনশন প্রত্যাহার করে তাকেই তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে হিন্দুত্ববাদী বিজেপি। তেলেঙ্গানায় আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ (রোববার) বিজেপি তাকে গোশমহল কেন্দ্রে প্রার্থী করেছে। 

জানা গেছে, বিধায়ক টি রাজা সিংকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিজেপি। এর উত্তর পাওয়ার পরে  বিজেপি তার সাসপেনশন বাতিল করেছে। বিজেপির তেলেঙ্গানা শাখার সভাপতি জি কিষাণ রেড্ডি আজ এক বিবৃতিতে একথা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা একটি ভিডিওতে ইসলাম এবং প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এঁর বিরুদ্ধে বিতর্কিত বক্তব্যের পরে গত বছরের আগস্টে রাজা সিংকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি সরিয়ে দেওয়া হয়। তাকে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টে গ্রেফতার করা হয়েছিল। তেলেঙ্গানা হাইকোর্ট গতবছর নভেম্বরে তার বিরুদ্ধে আরোপিত পিডি আইন বাতিল করেছিল এবং পরে তাকে জামিন পেয়েছিলেন।  

আজ বিজেপির তেলেঙ্গানা শাখার সভাপতি জি কিষাণ রেড্ডি এক বিবৃতিতে বলেন, বিজেপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশের জবাবে তার ব্যাখ্যা বিবেচনা করার পর বিজেপি গোশমহলের বিধায়ক টি রাজা সিংয়ের সাসপেনশন বাতিল করেছে। টি রাজা সিংকে আবার তার গোশমহল আসন থেকে টিকিট দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানায় নির্বাচন হবে। টি রাজা সিং তার উগ্রহিন্দুত্ববাদী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। তার বিরুদ্ধে হায়দরাবাদে একাধিক মামলা রয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২২    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ