ইডি’র হাতে গ্রেফতার পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয়, তীব্র কটাক্ষ শুভেন্দু'র 
https://parstoday.ir/bn/news/india-i129918-ইডি’র_হাতে_গ্রেফতার_পশ্চিমবঙ্গের_মন্ত্রী_জ্যোতিপ্রিয়_তীব্র_কটাক্ষ_শুভেন্দু'র
ভারতের পশ্চিমবঙ্গের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যে রেশন বণ্টন দুর্নীতির তদন্তে আজ (শুক্রবার) ভোর সাড়ে ৩টা নাগাদ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেন ইডি কর্মকর্তারা। জ্যোতিপ্রিয় বাবু আগে রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন। পরবর্তীতে তিনি বন দফতরের দায়িত্ব পান।
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
অক্টোবর ২৭, ২০২৩ ১৫:২৪ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যে রেশন বণ্টন দুর্নীতির তদন্তে আজ (শুক্রবার) ভোর সাড়ে ৩টা নাগাদ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেন ইডি কর্মকর্তারা। জ্যোতিপ্রিয় বাবু আগে রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন। পরবর্তীতে তিনি বন দফতরের দায়িত্ব পান।

গতকাল (বৃহস্পতিবার) সকাল ৬টা নাগাদ সল্টলেক এবং অন্যত্র রাজ্যের সাবেক খাদ্য মন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একাধিক বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কমপক্ষে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরেই তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেন ইডি কর্মকর্তারা।  ইডি সূত্রে খবর, মন্ত্রীর বাড়ি থেকে রেশন বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া গেছে। রেশন বণ্টন মামলায় এই প্রথম রাজ্যে কোনও মন্ত্রী গ্রেফতার হলেন।       

গ্রেফতারের পর তাকে সিজিও কমপ্লেক্সে ইডি’র দফতর নিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতিপ্রিয় মল্লিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। শুধু এটুকুই বলে গেলাম। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) খুব ভালো কাজ করেছে। তারা আমাকে শিকার করলেন।’ 

শুভেন্দু অধিকারী

এদিকে, ওই ইস্যুতে আজ রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করে বলেছেন, ‘এরপর হয়তো মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে।’ একইসঙ্গে তিনি রাজ্যে বিভিন্ন ইস্যুতে এ পর্যন্ত যেসব মন্ত্রী ও বিধায়ক গ্রেফতার হয়েছেন তাদের নাম উল্লেখ করেছেন। এতে বলা হয়েছে ২৩ জুলাই, ২০২২ পার্থ চট্টোপাধ্যায়, ১১ অক্টোবর ২০২২ মানিক ভট্টাচার্য, ১৭ এপ্রিল, ২০২৩ জীবনকৃষ্ণ সাহা, এবং ২৭ অক্টোবর, ২০২৩ জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছেন। 

প্রসঙ্গত, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের  (বালু) স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং একইসঙ্গে বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘বালুর সুগার আছে, শরীর খুব খারাপ। যদি ও মারা যায় তাহলে আমাদের বিজেপির বিরুদ্ধে এফআইআর করতে হবে, ইডির বিরুদ্ধে এফআইআর করতে হবে।’

এর কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজ সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।#           

পার্সটুডে/এমএএইচ/এমএআর/২৭