উত্তর প্রদেশে স্বীকৃতবিহীন মাদ্রাসাগুলোকে পাঠানো নোটিশ বাতিল, ব্যাকফুটে শিক্ষা বিভাগ
ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশের মুজাফফরনগরে অবশেষে স্বীকৃতবিহীন মাদ্রাসাগুলোতে প্রাথমিক শিক্ষা বিভাগের পাঠানো নোটিশ বাতিল করা হয়েছে।
মুজাফফরনগরে শিক্ষা বিভাগ সম্প্রতি ১২টি মাদ্রাসায় নোটিশ জারি করে এগুলো বন্ধের কথা বলেছিল। স্বীকৃতবিহীন মাদ্রাসা থেকে প্রত্যেকদিন ১০ হাজার টাকা আদায়ের নোটিশ জারি করা হয়। এ নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র আপত্তি ও শোরগোল শুরু হওয়ার পর অবশেষে এবার বিতর্কিত ওই নোটিশ বাতিল করেছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শুভম শুক্লা। এরফলে ওই ইস্যুতে শিক্ষা বিভাগ কার্যত ব্যাকফুটে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্প্রতি উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলায় সরকারি 'নিবন্ধন' ছাড়াই চলমান এক ডজনেরও বেশি মাদ্রাসাকে নোটিশ জারি করা হয় এবং নথি দেখানোর নির্দেশ দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার জারি করা নোটিশে বলা হয়, এ ধরনের মাদ্রাসা খোলা পাওয়া গেলে প্রত্যেকদিন ১০ হাজার টাকা জরিমানা করা হবে।
জমিয়তে উলামায়ে হিন্দ ওই বিষয়ে আপত্তি জানিয়েছিল এবং ওই পদক্ষেপকে বেআইনি বলে অভিহিত করেছিল। জমিয়ত উলামায়ে হিন্দের উত্তর প্রদেশ শাখার সম্পাদক মাওলানা জাকির হুসেন গত বুধবার বলেন, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে মাদ্রাসাগুলোকে অবৈধ নোটিশ জারি করে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, মাদ্রাসাগুলো শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা প্রদান করছে এবং তারা প্রত্যেকদিন ১০ হাজার টাকা জরিমানা দিতে পারবে না।
এভাবে সরকারি কঠোরতার জেরে অস্বীকৃত মাদ্রাসাগুলোর পরিচালকদের মধ্যে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। কিছু মাদ্রাসা পরিচালক মাদ্রাসা বন্ধও করে দিয়েছেন বলে জানা গেছে। অবশেষে এবার শিক্ষা বিভাগের বিতর্কিত নোটিশ বাতিল করার খবর প্রকাশ্যে এলো।#
পার্সটুডে/এমএএইচ/এমএআর/২৭