এবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিল সরকার
-
শাহবাগে এবতেদায়ী শিক্ষকদের অবস্থান
অনুদানভুক্ত ১৫১৯টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক।
আজ (মঙ্গলবার) বিকেলে শাহবাগে শিক্ষকদের অবস্থানস্থলে এসে তিনি বলেছেন, "এবতেদায়ী শিক্ষকদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে মন্ত্রণালয়। এটি নিয়ে কাজ চলছে। এর সাথে আরও বিষয়ও যোগ করা হয়েছে।"
তিনি জানান, “প্রথম দফা সকল প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি- সকল এবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। ছয় দফার সব মেনে নেওয়া হয়েছে। ২০২৫ সাল থেকে আমরা এমপিওর কাজ শুরু করব।”
এসময় তিনি এবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশের জলকামান ও লাঠিচার্জের নিন্দা জানান।
এর আগে আজ দুপুর ২টার দিকে জাতীয়করণের দাবি নিয়ে সচিবালয়ে যান আন্দোলনরত এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের প্রতিনিধি দল। তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর যুগ্ম সচিব এসব তথ্য জানান।
বৈঠক থেকে বের হয়ে শাহবাগে এসে আন্দোলনের আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন, “আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। সরকারের পক্ষ থেকে প্রতিনিধি দল আসতেছে। আমাদের বলেছে, আপনাদের দাবি দাওয়া যৌক্তিক।”
এর পরপরই যুগ্ম সচিব মাসুদুল হক শাহবাগে এসে জাতীয়করণের ঘোষণা দেন।
দশম দিনের মতো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
আজ দুপুর ২টার মধ্যে দাবি বাস্তবায়নের ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা না এলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। দাবি না মানলে শাহবাগ থানা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওসহ ঢাকায় অবস্থান নেয়ার হুঁশিয়ারি দেন তারা। এ সময় তারা স্লোগান দেন ‘উই ওয়ান্ট জাস্টিস, জাতীয়করণের ঘোষণা দিতে হবে, দিতে হবে’। পরে তারা সম্মিলিতভাবে দোয়া মোনাজাতে অংশ নেন।#
পার্সটুডে/এমএআর/২৮