অক্টোবর ৩০, ২০২৩ ১৮:৩০ Asia/Dhaka
  • দুর্নীতি ইস্যুতে বিজেপি নেতা শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতা শান্তনু সেনের

দুর্নীতি ও বেআইনি সম্পত্তি ইস্যুতে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানিয়েছেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপি।

আজ (সোমবার) শান্তনু সেন বলেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআইয়ের এফআইআর-এ যার নাম রয়েছে, যাকে টিভি ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে তার নাম হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধুমাত্র বিজেপি ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে গিয়ে ইডি-সিবিআইয়ের রক্ষাকবচ এবং বিচারপতিদের একাংশের রক্ষাকবচ নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। যদি হিম্মত থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তিনি বলুন যে আমাকে ডেকে তদন্ত করা হোক, যদি আমার বিরুদ্ধে কিছু প্রমাণ হয় আমি নিজে ফাঁসির মঞ্চে ঝুলে যাবো।’ 

বিজেপি নেতা শুভেন্দুকে দুর্নীতি প্রসঙ্গে চ্যালেঞ্জ জানালেন তৃণমূল নেতা শান্তনু সেন

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী আগে তৃণমূলের বিধায়ক ও রাজ্যের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে নারদা দুর্নীতিতে বেআইনিভাবে টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। পরবর্তীতে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তৃণমূলের অভিযোগ- দুর্নীতিতে অভিযুক্ত হওয়া সত্ত্বেও কেবলমাত্র কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেওয়ার ফলে তিনি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই-ইডির হাত থেকে রক্ষা পাচ্ছেন। কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির দৃষ্টি আকর্ষণ করে তাকে একাধিকবার গ্রেফতারের দাবিও জানিয়েছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল নেতৃত্ব।   

সম্প্রতি রেশন বন্টন দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্মকর্তাদের হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের সাবেক খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ওই ইস্যুতে আজ (সোমবার) বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ছবি দেখিয়ে দাবি করেছেন দীঘায় জ্যোতিপ্রিয় মল্লিকের তিনিটি বেনামী হোটেল রয়েছে। আজ পাল্টা জবাব দিতে মাঠে নামেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপি। তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারীর নিজের ক’টা হোটেল আছে, নিজের ক’টা ট্রলার আছে, নিজের ক’টা পেট্রোল পাম্প আছে, সেটা সৎ সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করে বাংলার মানুষকে জানান। ৩৫ টা পদের অধিকারী থেকে, তিনটে দফতরের মন্ত্রী থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করে শুভেন্দু অধিকারী পাহাড় প্রমাণ সম্পত্তির অধিকারী হয়েছেন বলেও মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপি।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/৩০

ট্যাগ