গাজায় নিহতদের প্রতি শোক প্রকাশের দাবিতে বিধানসভায় হট্টগোল
ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বিহারে বামপন্থী বিধায়কদের বিক্ষোভ
ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলার বিরুদ্ধে বিহার বিধানসভা চত্বরে বামপন্থী বিধায়করা বিক্ষোভ প্রদর্শন করেছেন। আজ বিধানসভার মধ্যে তারা গাজায় নিহতদের জন্য শোক প্রস্তাব আনার দাবিও জানান।
আজ (সোমবার) বিহার বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে প্রয়াত বিধায়কদের আত্মার প্রতি নীরবতা পালনের মধ্য দিয়ে যথাযথ শ্রদ্ধা নিবেদন করা যায়নি বলে অভিযোগ উঠেছে। হাউসে শোক প্রকাশের সময়, সিপিআই (এমএল) বিধায়করা গাজায় নিহতদের জন্য সমবেদনা প্রকাশের দাবি জানালে হইচই শুরু হয়। বিধানসভায় শোকপালন পর্ব এভাবে শেষ হওয়ার পর স্পিকার অবধ বিহারী চৌধুরী অধিবেশনের কার্যক্রম মুলতুবি করে দেন। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় পুনরায় অধিবেশনের কাজ শুরু হবে।
এদিকে, ইসরাইলি হামলায় ফিলিস্তিনে নিহতদের জন্য বিহার বিধানসভায় শোক প্রকাশের দাবি জানানো বিধায়কদের সন্ত্রাসী বলে অভিহিত করেছে বিজেপি। বিহারের সাবেক মন্ত্রী ও বিজেপি বিধায়ক নীরজ কুমার বাবলুর অভিযোগ- সারা বিশ্ব জানে হামাস একটি সন্ত্রাসী সংগঠন। কোনো দেশ যদি কোনো সন্ত্রাসী সংগঠনের ওপর বোমাবর্ষণ করে এবং এই মানুষগুলো যদি তাদের (হামাস) সমর্থন করে তার মানে এই মানুষগুলোও সন্ত্রাসীদের সমর্থক। 
আজ (সোমবার) সিপিআই(এমএল) বিধায়কদের বিধানসভার বাইরে তাদেরকে বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার হাতে নিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়। এতে  লেখা ছিল, ‘গাজায় যুদ্ধ বন্ধ করো’, ‘ফ্রি প্যালেস্টাইন, সেভ প্যালেস্টাইন’, ‘ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধ করো’, ‘ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধ করো’, ‘ফিলিস্তিনের স্বাধীনতা জিন্দাবাদ’, ‘ফিলিস্তিনের সমর্থনে উত্থিত কণ্ঠকে দমন করা বন্ধ করুন’ ইত্যাদি। 
প্রতিবাদ কর্মসূচিতে শামিল হওয়া সিপিআই (এমএল) বিধায়ক মাহবুব আলম বলেন, ‘আপনারা দেখছেন কীভাবে গত এক মাস ধরে হামাসকে শেষ করার অজুহাতে ফিলিস্তিনি জনগণের ওপরে ইসরাইল-মার্কিন জোট সামরিক হামলা চালাচ্ছে। শিশুদের ওপর বোমা হামলা চালানো হচ্ছে, হাসপাতালে, ত্রাণ শিবিরে বোমাবর্ষণ করা হচ্ছে। তিনি এ সময়ে ইসরাইলি বর্বরতা প্রসঙ্গে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী বলে উল্লেখ করেন এবং ফিলিস্তিন ইস্যুতে ভারতের পররাষ্ট্র নীতির সমালোচনা করেন।
বিধায়ক মাহবুব আলম আরও বলেন, যখন বিজেপি সরকার ছিল এবং অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি বিবৃতি দিয়েছিলেন যে ফিলিস্তিনের দখলকৃত জমি ইসরাইলকে ছেড়ে দিতে হবে। ইসরাইল যদি জমি ছেড়ে না দেয় তাহলে ফিলিস্তিনের জনগণের যুদ্ধ ঘোষণার অধিকার রয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতার সমর্থনে দেওয়া বিবৃতিতে সিপিআই (এমএল) বিধায়ক মনোজ মঞ্জিল আজ বলেন, আমরা চাই ফিলিস্তিন যত তাড়াতাড়ি সম্ভব স্বাধীনতা লাভ করুক। ফিলিস্তিনে গণহত্যা চলছে। এমনকি ফিলিস্তিনের নারী ও শিশুদেরও রেহাই দিচ্ছে না ইসরাইল। তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। স্কুল ও হাসপাতালেও হামলা হচ্ছে।
সিপিআই (এমএল) বিধায়কের অভিযোগ- মোদী সরকার দেশকে মার্কিন-ইসরাইল অক্ষ এবং ইসরাইলের গুণ্ডামি ও স্বৈরাচারের কাছে বন্ধক রেখেছে। সরকার ফিলিস্তিনের উপর চালানো নৃশংসতার পক্ষে দাঁড়িয়েছে। ইসরাইলের বিরোধিতা পর্যন্ত করতে পারছে না। আমরা শান্তি চাই। ফিলিস্তিনের স্বাধীনতা চাই। গাজায় হামলা চালিয়ে মানবতাকে হত্যা করেছে ইসরাইল। আমরা ইসরাইলের এই পদক্ষেপের বিরোধিতা করছি। আমাদের দাবি অবিলম্বে গাজায় হামলা বন্ধ হোক। ইসরাইলি সেনাদের অবিলম্বে গাজা ত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেছেন সিপিআই (এমএল) বিধায়ক মনোজ মঞ্জিল।
অন্যদিকে, রাজ্যে ক্ষমতাসীন জোটের শরিক দল জেডিইউ এবং আরজেডিকে নিশানা করে বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বাচৌল বলেন হামাস সম্পর্কে জেডিইউ এবং আরজেডি’র মতামত কি তা স্পষ্ট করুক। তাহলে জানা যাবে কারা তোষণ নীতি অনুসরণ করে।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।